জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উদযাপন

Header_bottom3
শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামী চেতনা। ১৭ই মার্চ এ মহানায়কের জন্মদিন। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও মানুষের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই তিনি হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু। তাঁর দেশপ্রেম ও সকলের প্রতি ভালোবাসা সারা বিশ্বের মানুষের মন জয় করেছে। বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবসে বিনম্র শ্রদ্ধা জানাতে ওয়েভ ফাউন্ডেশন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে।

কোহিনুর স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান

Header_bottom3
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের কোহিনুর খাতুন গাভী পালনের মাধ্যমে দারিদ্র্যকে জয় করে আজ একজন সফল উদ্যোক্তা। দরিদ্র পরিবাবের সন্তান কোহিনুর (৩৯), মাত্র ১২ বছর বয়সে বাবা-মায়ের চাপে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হন। বিয়ের পরপরই তিনি বুঝতে পারেন স্বামীর সংসারে স্বাচ্ছন্দ্য বলে কিছু নেই, সারাক্ষণ শুধু অভাব-অনটন। অসহায় কিশোরী কোহিনুর সংসারের এ দুরাবস্থার কথা বাবা-মাকে জানালে তারাও আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারেন না।

কর ন্যায্যতায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Header_bottom3
গত ১২-১৩ মার্চ ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ‘প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন’ প্রকল্পের উদ্যোগে বরিশালের এবিসি ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ‘প্রগতিশীল কর ব্যবস্থা ত্বরান্বিতকরণ’ বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বরিশাল এবং পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিসহ বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও ইডকল প্রতিনিধিবৃন্দের সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন

Header_bottom3
গত ১৬ মার্চ ২০২৩ সংস্থার জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানী শক্তির প্রসার কর্মসূচির অধীন সোলার ইরিগেশন প্রকল্পের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মঙ্গলপোতা গ্রামের মঙ্গলপোতা-৩ সোলার ইরিগেশন পাম্পটি দাতা সংস্থা কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের জার্মানি ও বাংলাদেশ শাখার উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ ইডকল কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন। পরিদর্শনকালে কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য স্টেফান অপিটজ, বাংলাদেশ শাখার ডিরেক্টর মাইকেল সামসার হেলস্টার ও ডেপুটি ডিরেক্টর তাজমিলুর রহমান এবং ইডকলের রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারজানা রহমান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
'উদ্ভাবন প্রযুক্তিতে নারী' শীর্ষক ওয়েবিনার
Header_bottom3
আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে গত ৯ মার্চ ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘উইমেন ইন লিডারশিপ’ প্রকল্পের উদ্যোগে ৬ পর্বের ধারাবাহিক ওয়েবিনার ‘পাওয়ার টকস্’ -এর প্রথম পর্ব ‘উদ্ভাবন ও প্রযুক্তিতে নারী’ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত ওয়েবিনারটি সংস্থার ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।
'কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের
বিভিন্ন সমস্যা সমাধানে করণীয়' বিষয়ে সংলাপ
Header_bottom3
'সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ-লোকমোর্চা' প্রকল্পের আওতায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও ইউনিয়ন পরিষদ লোকমোর্চার বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী বায়রা ইউপি সভাকক্ষে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন এবং লোকমোর্চার উদ্যোগে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ মোল্লা। যেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউপি সদস্যবৃন্দ, লোকমোর্চা ও স্বাস্থ্য বিভাগের কর্মী-কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
কমিউনিটি ভিত্তিক জলবায়ু কার্যক্রম বিষয়ে যুব সম্মেলন
Header_bottom3
গত ১০ মার্চ ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন (ওয়াইক্যাপ) প্রকল্পের উদ্যোগে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু কার্যক্রম (সিক্যাপ) বিষয়ে এক ‘যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা, পটুয়াখালী এবং বরিশাল জেলার ১০০ জন যুব প্রতিনিধির পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও নরেকের যুব প্রফেশনালগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে যুবদের জলবায়ু বিষয়ক বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনার পাশাপাশি প্রকল্পের অধীন বাস্তবায়িত কর্মসূচিতে তরুণদের অবদান এবং অংশগ্রহণকে কেন্দ্র করে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin