আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে গত ৯ মার্চ ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘উইমেন ইন লিডারশিপ’ প্রকল্পের উদ্যোগে ৬ পর্বের ধারাবাহিক ওয়েবিনার ‘পাওয়ার টকস্’ -এর প্রথম পর্ব ‘উদ্ভাবন ও প্রযুক্তিতে নারী’ অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত ওয়েবিনারটি সংস্থার ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

ওয়েবিনারে অতিথি হিসেবে যুক্ত ছিলেন উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আছিয়া খালেদা নিলা, প্রাইমারি ন্যাশনাল কারিকুলাম ও টেক্সটবুক বোর্ডের সম্পাদক ও সহযোগী অধ্যাপক ঊর্মিলা খালেদ এবং ব্রিটিশ কাউন্সিলের নন ফরমাল এডুকেশন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুর রহমান খানসহ উইমেন ইন লিডারশিপ প্রকল্পের ৩ জন অংশগ্রহণকারী। সরাসরি আয়োজিত ওয়েবিনারটি সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক ও জেন্ডার ফোকাল কানিজ ফাতেমা।

উইমেন ইন লিডারশিপ প্রকল্পটি একটি চার সপ্তাহের অনলাইন কোর্স যা দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্যের ২৪-২৯ বছর বয়সী ১০০ জন তরুণ নারী নেতৃত্বের নেটওয়ার্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হল অনলাইন নেটওয়ার্কিং, মেন্টরশিপ, প্রশিক্ষণ এবং ডিজিটাল ফেলোশিপের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং নারী নেতৃত্বের পথ সুগম করে নারীর ক্ষমতায়ন করা।

 

ওয়েবিনারে উপস্থিত সকলে ডিজিটাল প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবন নারীর দৈনন্দিন জীবন পরিচালনা, চ্যালেঞ্জ মোকাবেলা, জেন্ডার-সমতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিরসনে কী ভূমিকা রাখছে সে বিষয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন, দেশের ৮৯% নারী প্রযুক্তির সঠিক ব্যবহার জানেন না, এটা হতে পারে তাদের শিক্ষার অনিশ্চয়তা বা আর্থিক অস্বচ্ছলতা। এছাড়া ২৬% নারী প্রযুক্তি নিয়ে পড়াশোনা করলেও এ সেক্টরে চাকুরি করছেন মাত্র ১৫%। বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং ও সেমিনারের মাধ্যমে নারীদের প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে এবং এ বিষয়ে সমতা ও ন্যায্যতা আনতে হবে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt