গত ১২-১৩ মার্চ ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ‘প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন’ প্রকল্পের উদ্যোগে বরিশালের এবিসি ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ‘প্রগতিশীল কর ব্যবস্থা ত্বরান্বিতকরণ’ বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বরিশাল এবং পটুয়াখালী জেলার বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিসহ বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী পর্বে নাগরিক সমাজের সংগঠন ও প্রতিনিধিদের সম্মিলিত জোট ‘খাদ্য অধিকার বাংলাদেশ’র বরিশাল জেলা কমিটির সভাপতি ও সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থার (আইসিডিএ) প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ কর ন্যায্যতা নিশ্চিতে নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বাড়ানোর কথা উল্লেখ করেন। দুদিনব্যাপী এ প্রশিক্ষণে প্রথম দিন ব্যক্তি, পরিবার ও সমাজ; আমরা যে পদ্ধতির অংশ; সামাজিক দায়বদ্ধতা ও ঋণ; কর (ট্যাক্স) একটি সাধারণ ধারণা এবং কর প্রক্রিয়া ও প্রগতিশীল কর শীর্ষক অধিবেশনগুলোতে কর ন্যায্যতা ও কর বিষয়ে জন-পরিষেবার যোগসূত্র ও সম্পর্ক গভীরভাবে জানার উপর জোর দেওয়া হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে পণ্য ও সেবা কর বা মূল্য সংযোজন কর (মূসক); কর সংশ্লিষ্ট সমস্যা ও সমাধান; কর ও নাগরিক সুবিধা; কর সংশ্লিষ্ট অংশীজন; কর ন্যায্যতা বাড়ানোর পরিকল্পনা ও উদ্যোগ বিষয়ে অধিবেশনগুলো পরিচালিত হয়।

মূলত কর ন্যায্যতার বিষয়ে পরিচালিত এই অধিবেশনগুলো সচেতনতা বৃদ্ধি ও সংগঠিত পদক্ষেপ এবং এ সংশ্লিষ্ট কাজে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণের সমাপনীতে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ কমিউনিটিতে প্রগতিশীল কর ব্যাবস্থা প্রতিষ্ঠায় নীতি-নির্ধারক, নাগরিক সমাজের কার্যকরী অংশগ্রহণের মাধ্যমে একটি গঠনমূলক সংলাপের উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। দু’দিনের এই প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের কনসালটেন্ট আব্দুস সবুর এবং প্রকল্প কর্মকর্তা খ. তাহসিন আশরাফি।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt