মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Header_bottom3
একুশের চেতনা ও মর্যাদা রক্ষায় ওয়েভ ফাউন্ডেশন দিবসটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবং একুশের চেতনা সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সংস্থার ‘ওয়েবসাইট’ এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সংস্থার রিজিওন, এরিয়া, ইউনিট এবং প্রকল্প অফিসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ দিবসটির তাৎপর্য নিয়ে সকল কর্মী-কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকলের সম্মিলিত আয়োজনে ‘প্রভাত ফেরি’তে অংশগ্রহণ, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণ করা হয়।

ব্যবস্থাপনা পর্যায়ের নেতৃবৃন্দ কর্তৃক সংস্থার ছাগল, ভেড়া ও দুম্বা খামার পরিদর্শন

Header_bottom3
গত ২৮ জানুয়ারি ২০২৩ ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ব্যবস্থাপনা পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ সংস্থার সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড ক্যাপাসিটি-সিডিসি কেন্দ্রিক ছাগল ও দুম্বা খামার পরিদর্শনের মাধ্যমে এর সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। চুয়াডাঙ্গা জেলাধীন দর্শনার কোষাঘাটা নামক স্থানে সংস্থার সহযোগী প্রতিষ্ঠান সিডিসি অবস্থিত। সিডিসি পরিদর্শনকালে নির্বাহী পরিচালক খামারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় খামারে সদ্য প্রসূত বাচ্চার যত্ন ও গর্ভবতী ছাগীর বাসস্থান, জৈব নিরাপত্তা এবং বিদ্যমান বিভিন্ন রেজিস্টার তথ্যবহুল করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাকেরগঞ্জ উপজেলার ৬ যুব সংগঠনের কার্যকরী উদ্যোগ

Header_bottom3
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলোর মধ্য দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী আর খাল। এছাড়া বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করে এখানকার জনসাধারণ। ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অতিজোয়ার, লবণাক্ততা, নদীভাঙ্গন এবং জলাবদ্ধতার মতো দুর্যোগ প্রতিনিয়ত তাদের উপর আঘাত হানে। এ প্রেক্ষাপটে ওয়েভ ফাউন্ডেশন Asia Community Disaster Preparedness and Transformation-ACT Project এর মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলায় স্থানীয় দুর্যোগের ঝুঁকি প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে যুবদের সক্রিয় অংশগ্রহণ ত্বরান্বিতকরণে কাজ করছে।

প্রবীণ শহিতন নেছা-নবীন উদ্যোক্তাদের প্রেরণা

Header_bottom3
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শহিতন নেছা (৬৫) বিধবা হয়েছেন ১০ বছর আগে। মনের প্রফুল্লতা নিয়ে নিজের কর্ম-প্রচেষ্টায় এই বয়সেও ভালো থাকার প্রবল ইচ্ছা। দিনমজুর স্বামী মুনছুর তরফদার মৃত্যুর আগে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। অভাবের সংসারে চিকিৎসা করাতে না পারার যন্ত্রণা তাই এখনো বয়ে বেড়াচ্ছেন শহিতন নেছা। দুই পুত্র ও তিন কন্যার সবাই বিবাহিত। সবাই নিজ নিজ সংসারে দিনমজুরী করে দিনাতিপাত করে বলে শহিতন কখনো তাদের সংসারে বোঝা হতে চাননি।

কোকোডাস্ট ব্যবহারে ওয়েভ কৃষি ইউনিটের সাফল্য

Header_bottom3
নারিকেলের ছোবড়া শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয় কোকোডাস্ট বা কোকোপিট, যা ব্যবহার করা হচ্ছে মাটির বিকল্প হিসেবে। উন্নত বিশ্বে কোকোডাস্টের ধারণা বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে এটা অনেকটাই অপরিচিত। ১৯৮০ সালে নেদারল্যান্ডে প্রথমবারের মতো কোকোডাস্টের ব্যবহার করে গোলাপ ও লিলিফুলের চাষ করা হয়। ফলাফল আশ্চর্যজনক হওয়ায় এরপর থেকে বিশ্বের অনেক দেশেই কোকোডাস্ট বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।

ইয়ুথ লিডারদের সাথে মতবিনিময়

Header_bottom3
গত ৩০ জানুয়ারি ২০২৩ ওয়েভ ফাউন্ডেশনের ইয়ুথ লিডারদের সাথে আগামী দিনের পরিকল্পনা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী। সভায় সংস্থার যুব নেটওয়ার্ক ইয়ুথ এসেম্বলি, লিড বাংলাদেশ প্রকল্প এবং সমৃদ্ধি কর্মসূচির ইয়ুথ লিডাররা অংশগ্রহণ করেন। এ সময় উপ-নির্বাহী পরিচালক জনাব নাসিফা আলীও উপস্থিত ছিলেন এবং যুবদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin