গত ২৮ জানুয়ারি ২০২৩ ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ব্যবস্থাপনা পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ সংস্থার সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড ক্যাপাসিটি-সিডিসি কেন্দ্রিক ছাগল ও দুম্বা খামার পরিদর্শনের মাধ্যমে এর সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। চুয়াডাঙ্গা জেলাধীন দর্শনার কোষাঘাটা নামক স্থানে সংস্থার সহযোগী প্রতিষ্ঠান সিডিসি অবস্থিত। সিডিসি পরিদর্শনকালে নির্বাহী পরিচালক খামারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় খামারে সদ্য প্রসূত বাচ্চার যত্ন ও গর্ভবতী ছাগীর বাসস্থান, জৈব নিরাপত্তা এবং বিদ্যমান বিভিন্ন রেজিস্টার তথ্যবহুল করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কৌলিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে সামাজিক ও অর্থনৈতিকভাবে খামারীদের স্বাবলম্বী করার জন্য উদ্যোক্তা তৈরির ব্যাপারে সঠিক দিক-নির্দেশনার পাশাপাশি এ বিষয়ে সহজে জানাবোঝার জন্য লিফলেট বিতরণের কথা বলেন। এছাড়া উচ্চমানের মাংস উৎপাদনের কৌশলগত পরিকল্পনা গ্রহণ, ভ্যাকুয়াম ব্যাগে মাংস প্রক্রিয়াজাতকরণের জায়গা নির্বাচন এবং বিপণন ব্যবস্থা সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

একইদিন নির্বাহী পরিচালক সংশ্লিষ্টদের সাথে নিয়ে মেহেরপুর জেলার বারাদিতে অবস্থিত সংস্থার ভেড়া প্রজনন খামার পরিদর্শন করেন। তিনি খামারের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যমান অনুর্বর ভেড়াকে না রেখে উৎপাদনশীলতার দিকে আরও নজর বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি খামার সম্প্রসারণের মৌলিক বিষয়সমূহ বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt