Header_Jan_final

Street Child UK- এর গ্লোবাল ম্যানেজমেন্ট ইউনিট এবং অক্সফ্যাম আইবিআইএস প্রতিনিধিদের সংস্থার কার্যক্রম পরিদর্শন

jan23..op
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে Street Child UK -এর সহযোগিতায় ‘দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট এলায়েন্স: কমিউনিকেশন এন্ড কলাবোরেশন ফর চেঞ্জ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত ১৫-২১ জানুযারি ২০২৩ Street Child- এর গ্লোবাল ম্যানেজমেন্ট ইউনিট এবং রিজিওনাল টিমের সদস্য মি. লার্জ, গ্লোবাল ম্যানেজার, অক্সফ্যাম আইবিআইএস; সঞ্জয় রানা, ফান্ড ম্যানেজার; সিতিশ বাসনেট, হেড অব প্রোগ্রাম নেপাল এবং উরুসা থাপা, ফিন্যান্স এন্ড এডমিন ম্যানেজার বাংলাদেশ সফরে আসেন। আগত প্রতিনিধিবৃন্দ গত ১৭ জানুয়ারি ওয়েভ ফাউন্ডেশন-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিম সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, সফলতা, ঝুঁকি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নানাদিক নিয়ে আলোচনা করেন। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় মহসিন আলীও উপস্থিত ছিলেন।

গৃহবধূ থেকে উদ্যোক্তা জোসনার সংগ্রামী সাফল্য

jan23.2.1
Header_bottom3
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে স্বামী ও ২ সন্তান নিয়ে বসবাস করেন জোসনা খাতুন। বছর তিনেক আগেও ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটতো জোসনা আর তার স্বামী আক্তারুজ্জামানের। ১০ কাঠার মতো নিজস্ব জমিতে কৃষি কাজ ও মাঝে মাঝে অন্যের বাড়িতে কামলা (দিনমজুর) দিয়ে কোনমতে সংসার চলছিল। ভবিষ্যতের কথা মনে হলেই কপালে ফুটে উঠতো অসহায়ত্বের ছাপ। জোসনা প্রায়ই তার কিছু প্রতিবেশীকে নিজ পাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের সমিতিতে যেতে দেখতেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল রঙ্গশ্রী ইউনিয়ন

jan23.3
Header_bottom3
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে রঙ্গশ্রী ইউনিয়ন অন্যতম। ইউনিয়নের পূর্বপাশ ঘেঁষে বয়ে চলেছে তুলাতলি নদী এবং পশ্চিম পাশ দিয়ে বিষখালি নদী। এছাড়া সংযোগ রয়েছে অসংখ্য খাল-বিলের। আর এ কারণেই অতিজোয়ার বা জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগ এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। সাধারণ জনগণের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় জানুয়ারি ২০২০ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন এসিটি প্রকল্পের মাধ্যমে রঙ্গশ্রী ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রসপারিটি প্রকল্পের আলোয় ঝুমুর বেগমের দিন বদলের হাতছানি

jan23.4
Header_bottom3
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে ঝুমুর বেগম স্বামী ও ২ সন্তান নিয়ে বসবাস করেন। ২০২০ সালে ওয়েভ ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের কাজ শুরু করলে জরিপ কার্যক্রমের সকল ধাপ শেষে ঝুমুর বেগম পদ্ম প্রসপারিটি গ্রাম কমিটিতে যুক্ত হন। তিনি নিয়মিতভাবে গ্রাম কমিটির সভায় অংশগ্রহণ ও সঞ্চয় করেন। চলতি অর্থ-বছর গ্রাম কমিটির আলোচনার মাধ্যমে তাকে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচন করা হয় এবং ঝুমুর বেগম ২ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন।

নিরাপদ সবজি উৎপাদনে নতুন দৃষ্টান্ত সিংগাইর উপজেলা

jan23.5
Header_bottom3
বিগত ৪ বছরের বেশি সময় ধরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ওয়েভ ফাউন্ডেশন নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে কাজ করছে। সংস্থার অধীনে প্রায় ১৩৭ জন কৃষক নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ করছেন। তাদের উৎপাদিত সবজিতে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে বিভিন্ন ধরণের জৈব সার ও বালাইনাশক (ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ, লিউর ও ট্রাইকোর্ডামা) ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ওয়েভ ফাউন্ডেশন কৃষকদের নিয়মিত পরামর্শ ও উপকরণ সহায়তা দিয়ে আসছে।

বাংলাদেশ ও ভারতের যুবদের অংশগ্রহণে যুব সিম্পোজিয়াম

jan23.6.4
Header_bottom3
গত ২৬ ডিসেম্বর ২০২২ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন (ওয়াইক্যাপ) প্রজেক্টের উদ্যোগে অনলাইনে এক ‘যুব সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়। এতে ওয়েভসহ প্রকল্পের আরেক সহযোগী প্রতিষ্ঠান ধান ফাউন্ডেশন (ভারতের তামিলনাড়ুতে অবস্থিত)-এর সংশ্লিষ্ট কর্মকর্তা, নরেকের যুব প্রফেশনাল ও যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রকল্পটি নরওয়ে ভিত্তিক দাতা সংস্থা নরেক (নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন) এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সিম্পোজিয়ামে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ধান ফাউন্ডেশনের প্রোগ্রাম লিডার কল্যাণ সুন্দারাম যুবদের জলবায়ু কার্যক্রমের উদ্যোগকে আরও এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin