ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে Street Child UK -এর সহযোগিতায় ‘দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট এলায়েন্স: কমিউনিকেশন এন্ড কলাবোরেশন ফর চেঞ্জ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত ১৫-২১ জানুযারি ২০২৩ Street Child- এর গ্লোবাল ম্যানেজমেন্ট ইউনিট এবং রিজিওনাল টিমের সদস্য মি. লার্জ, গ্লোবাল ম্যানেজার, অক্সফ্যাম আইবিআইএস; সঞ্জয় রানা, ফান্ড ম্যানেজার; সিতিশ বাসনেট, হেড অব প্রোগ্রাম নেপাল এবং উরুসা থাপা, ফিন্যান্স এন্ড এডমিন ম্যানেজার বাংলাদেশ সফরে আসেন। আগত প্রতিনিধিবৃন্দ গত ১৭ জানুয়ারি ওয়েভ ফাউন্ডেশন-এর সিনিয়র ম্যানেজমেন্ট টিম সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি, সফলতা, ঝুঁকি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নানাদিক নিয়ে আলোচনা করেন। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় মহসিন আলীও উপস্থিত ছিলেন।

পরের দিন ১৮ জানুয়ারি গ্লোবাল ও রিজিওনাল প্রতিনিধিবৃন্দ ওয়েভ ফাউন্ডেশন-এর পাশাপাশি তাদের জিপিই  (The Global Partnership For Education)- এর অনুদানপ্রাপ্ত অন্য দুটি বেসরকারি সংস্থা CAMPE এবং IID এর সাথে এক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় এসডিজির লক্ষ্যমাত্রা-৪ (মানসম্মত শিক্ষা নিশ্চিত করা) অর্জনে শিক্ষা সংলাপ, নীতি নির্ধারকদের সাথে সভা, যৌথ প্রকাশনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরা হয়।

পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ Key Actors চিহ্নিত করে প্রকল্পের Best Practices বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা এবং পরবর্তীতে তা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। ওয়েভ ফউন্ডেশন-এর বহুমাত্রিক কাজের অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে Street Child নেপাল টিম সংস্থার কর্মএলাকা মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় লোকমোর্চা প্রতিনিধিবৃন্দের সাথে সরকারি সেবার মান উন্নয়ন ও দায়বদ্ধতা বৃদ্ধিসহ স্থানীয় পর্যায়ে নানা সামাজিক ইস্যুতে তাদের কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন এবং অর্গানিক সবজি প্রকল্প এলাকা পরির্দশন করেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt