বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে রঙ্গশ্রী ইউনিয়ন অন্যতম। ইউনিয়নের পূর্বপাশ ঘেঁষে বয়ে চলেছে তুলাতলি নদী এবং পশ্চিম পাশ দিয়ে বিষখালি নদী। এছাড়া সংযোগ রয়েছে অসংখ্য খাল-বিলের। আর এ কারণেই অতিজোয়ার বা জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক দুর্যোগ এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। সাধারণ জনগণের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসের লক্ষ্যে অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় জানুয়ারি ২০২০ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন এসিটি প্রকল্পের মাধ্যমে রঙ্গশ্রী ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রকল্প কার্যক্রম শুরুর পূর্বে এই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কোনো কমিটি ছিল না। নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর’ উপর এক দিনের একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে রঙ্গশ্রী ইউনিয়ন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়। এতে সর্বস্তরের জনসাধারণ যেমন- যুব, ঝুঁকিপূর্ণ এলাকার নারী প্রতিনিধি এবং প্রান্তিক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। কমিটি সক্রিয় করার লক্ষ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে আরও একদিনের একটি প্রশিক্ষণ প্রদান করা হয়।

এরপর থেকে ‘রঙ্গশ্রী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ দুর্যোগ বিষয়ে সংকেত প্রচার করা, সাইক্লোন সেন্টারে জনসাধারণকে যেতে উদ্ধুদ্ধ করা এবং ঝুঁকি হ্রাসে সচেতনতা তৈরিতে কাজ করে চলেছে। এছাড়া ইউডিএমসির সভায় দুর্যোগের ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে নিয়মিত আলোচনা করে। এছাড়া কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদের প্রবেশমুখে ঘুর্ণিঝড় মোকাবেলার সতর্ক সংকেত সম্বলিত একটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পরিষদে আগত সকলে সতর্ক সংকেত সম্পর্কে অবগত হন।

এ সকল উদ্যোগের ফলে এক বছরের মধ্যে রঙ্গশ্রী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনায় একটি মডেল ইউনিয়নে পরিণত হয়েছে। রঙ্গশ্রী ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি বশির উদ্দিন বলেন, “এসিটি প্রকল্পের মাধ্যমে আমরা দুর্যোগ বিষয়ে একটি কমিটি গঠন করেছি এবং দুর্যোগকালীন আমাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হয়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সর্বদা সক্রিয়ভাবে কাজ করে যাবো।”

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt