পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে ঝুমুর বেগম স্বামী ও ২ সন্তান নিয়ে বসবাস করেন। ২০২০ সালে ওয়েভ ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের কাজ শুরু করলে জরিপ কার্যক্রমের সকল ধাপ শেষে ঝুমুর বেগম পদ্ম প্রসপারিটি গ্রাম কমিটিতে যুক্ত হন। তিনি নিয়মিতভাবে গ্রাম কমিটির সভায় অংশগ্রহণ ও সঞ্চয় করেন। চলতি অর্থ-বছর গ্রাম কমিটির আলোচনার মাধ্যমে তাকে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচন করা হয় এবং ঝুমুর বেগম ২ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে প্রকল্প হতে ঝুমুর বেগমকে লেয়ার মুরগি পালনের লক্ষ্যে ২০টি পুলেট লেয়ার, কিছু খাদ্য, চিকিৎসা সরঞ্জামাদি ও ঘর মেরামত করে দেয়া হয়। লালন-পালনের পর লেয়ার মুরগিগুলো এখন নিয়মিত ডিম দিচ্ছে। লেয়ার মুরগির পাশাপাশি ঝুমুর বেগম ৪০ হাজার টাকা ঋণ নিয়ে শেড তৈরি করে ব্রয়লার মুরগি পালন শুরু করেছেন। মাত্র ৩০ দিন পালনের পর গত নভেম্বর ২০২২ প্রথম ব্যাচে ৪০০ ব্রয়লার মুরগি বিক্রি করেন এবং যা থেকে তার নীট মুনাফা হয় ১২ হাজার টাকা। বর্তমানে ঝুমুর বেগমের খামারে ৬০০ মুরগি রয়েছে। যেখান থেকে তিনি প্রায় ১৫ থেকে ১৮ হাজার টাকা নীট মুনাফা আয় করবেন বলে আশা প্রকাশ করেন।

ওয়েভ প্রসপারিটি প্রকল্পের কারিগরি টিম ঝুমুর বেগমের এই নিরন্তর প্রচেষ্টায় সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। ঝুমুর বেগমের স্বপ্ন, আগামীতে তার খামার বাণিজ্যিকভাবে আরও বড় হবে এবং সেখানে অনেকের কর্মসংস্থান হবে। তার বিশ্বাস, এই যাত্রাপথে ওয়েভ ফাউন্ডেশন পাশে থাকলে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt