এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩অনুষ্ঠিত
Header_bottom3
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের বৃহৎ নেটওয়ার্ক ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ এর উদ্যোগে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সংস্থা ও নেটওয়ার্কের সম্মিলিত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২৬ এবং ২৭ জুলাই দুদিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় সাত শতাধিক খাদ্য ও কৃষি খাদ্যব্যবস্থা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও এক্টিভিস্ট, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, কৃষক, আদিবাসী, যুব প্রতিনিধি এবং ফিলিপাইন, নেপাল, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
প্রবীণদের অভিজ্ঞতার ছায়াতলে এগিয়ে যাবে আজকের যুব সমাজ
Header_bottom3
শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ ও প্রবীণ জনগোষ্ঠী কেউই আমাদের সমাজের বোঝা নয়। তাদের চাওয়া-পাওয়া খুব বেশি নয় বরং একটু সহানুভূতি, নিঃস্বার্থ ও নির্মল ভালবাসা এবং সহমর্মিতাই পারে তাদের জীবনকে আরো গতিশীল ও ছন্দময় করতে। এ লক্ষ্য নিয়ে গত ২৬ জুলাই ২০২৩ সংস্থার ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির’ আওতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটি শারীরিকভাবে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং দরিদ্র ও অসহায় প্রবীণদের মাঝে মাসিক পরিপোষক ভাতা প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
সংগ্রামী জাহানারার অগ্রযাত্রা
Header_bottom3
জাহানারা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। অভাব-অনটনের মধ্য দিয়েই কাটছিল তার সংসার জীবন। একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য স্বামী মোঃ মনিরুজ্জামানের সাথে পরামর্শ করে ওয়েভ ফাউন্ডেশনের ঋণ কর্মসূচির হরিনারায়ণপুর শাখার জনতা মহিলা সমিতিতে সদস্য হিসেবে ২০ ডিসেম্বর ২০০৩ অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালের ১ জানুয়ারি ওয়েভ ফাউন্ডেশন থেকে ২০০০ টাকা ঋণ গ্রহণ করে ছাগল পালন শুরু করেন।
বিশেষায়িত চক্ষু ক্যাম্প আয়োজন
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ মে ২০২৩ প্রকল্প অফিস এবং গত ১ জুন ২০২৩ হরিদেবপুর, গলাচিপায় বিশেষায়িত চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। এ ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার টিমের মাধ্যমে মোট ৪৬৪ জন চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পে ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ভ্রাম্যমান ফার্মেসীর মাধ্যমে স্বল্প মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। পিপিইপিপি-ইইউ প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সার্বিক সহযোগিতায় পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
রাজশাহীর বিভিন্ন সমবায় সমিতিকে কৃষি যন্ত্রাংশ হস্তান্তর
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ‘BD Beef and Goat Value Chain Signature Program’-এর আওতায় রাজশাহী জেলার বিভিন্ন সমবায় সমিতিকে কৃষি যন্ত্রাংশ হস্তান্তর করা হয়। গত ১৬, ১৮ ও ২৬ জুলাই ২০২৩ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জেলার পবা, মোহনপুর, গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলার ছয়ঘাটি, ডালিয়া, কনকচাপা, প্রতিভা, বড়গাছি, ঘাসফুল, মোল্লাপাড়া, শিলমাড়ীয়া, ভালুকগাছি, নয়াপাড়া ও শিবপুর মহিলা সমবায় সমিতি লিঃ কে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের শিখণ স্তরের মূল্যায়ন নিয়ে নির্মিত এনিমেশন
Header_bottom3
অক্সফ্যাম, আইবিআইএস এবং স্ট্রিট চাইল্ড-ইউকে’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘দ্য সাউথ এশিয়ান এসেসমেন্ট এলায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের উদ্দেশ্য হলো, শিশুরা ঠিকমত স্কুলে আসছে কি-না এবং কার্যকর শিক্ষার স্তরে অবস্থান করছে কি-না তা নির্ধারণ করার জন্য নাগরিক-নেতৃত্বাধীন সহজ, পরিমাপযোগ্য এবং টেকসই মূল্যায়নের পক্ষে এডভোকেসি পরিচালনা করা। এ প্রেক্ষিতে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণে প্রকল্পের অন্যতম কর্মসূচি হিসেবে ‘নাগরিক কর্তৃক পরিচালিত মূল্যায়ন’ নামক একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রকল্পের পক্ষ থেকে ‘শিক্ষার্থীদের শিখণ স্তরের মূল্যায়ন’ শিরোনামে একটি এনিমেশন ভিডিও নির্মাণ করা হয়েছে।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin