অক্সফ্যাম, আইবিআইএস এবং স্ট্রিট চাইল্ড-ইউকে’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘দ্য সাউথ এশিয়ান এসেসমেন্ট এলায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের উদ্দেশ্য হলো, শিশুরা ঠিকমত স্কুলে আসছে কি-না এবং কার্যকর শিক্ষার স্তরে অবস্থান করছে কি-না তা নির্ধারণ করার জন্য নাগরিক-নেতৃত্বাধীন সহজ, পরিমাপযোগ্য এবং টেকসই মূল্যায়নের পক্ষে এডভোকেসি পরিচালনা করা। এ প্রেক্ষিতে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণে প্রকল্পের অন্যতম কর্মসূচি হিসেবে ‘নাগরিক কর্তৃক পরিচালিত মূল্যায়ন’ নামক একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে প্রকল্পের পক্ষ থেকে ‘শিক্ষার্থীদের শিখণ স্তরের মূল্যায়ন’ শিরোনামে একটি এনিমেশন ভিডিও নির্মাণ করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=tai-zq-0wRE

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt