বাংলাদেশের গ্রামীণ জনগণ বিশেষত নারী, সংখালঘু সম্প্রদায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার ত্বরান্বিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত উদ্যোগের ফলে সহযোগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন ‘Activating Village Courts in Bangladesh-AVCB’ প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এ ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর ২০২৩ প্রকল্পের নতুন যোগদানকৃত জেলা ম্যানেজার ও কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাদের ‘পরিচিতি ও ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত কর্মকর্তাদের সংস্থার পক্ষ হতে স্বাগত জানান ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
সংস্থার প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের মূলত ওয়েভ ফাউন্ডেশন ও এর প্রশাসনিক দিকসমূহ এবং প্রকল্প সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। নির্বাহী পরিচালক তার আলোচনায় প্রকল্পের মৌলিক উদ্দেশ্য অর্জনে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা ও কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট এনালিস্ট শাহাদত হোসেন।
উক্ত পরিচিতি ও ওরিয়েন্টেশন সভায় সংস্থার সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচি; প্রকল্পে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম, সংস্থার সুরক্ষা নীতি, কর্ম সংস্কৃতি এবং মানবসম্পদ ও প্রশাসনিক নীতিমালা, আর্থিক ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়। সূচনা পর্বে সংস্থার নির্বাহী পরিচালক এবং ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তা ছাড়াও সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি), উপ পরিচালক ও প্রকল্প ফোকাল পারসন, উপ পরিচালক (কমিউনিকেশনস এন্ড নলেজ ম্যানেজমেন্ট বিভাগ), সহপরিচালক (সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচি) ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন সেশন পরিচালনা করেন। উল্লেখ্য যে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ৩য় পর্যায়ের এ কার্যক্রম বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে।