leap_s

BACKGROUND

Go Green- ওয়েভ ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা ইয়ুথ এসেম্বলির একটি ‘নতুন উদ্যোগ’। প্রকৃতির বহু রং এর মধ্যে সবুজই প্রধান। আমাদের জাতীয় পতাকার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই রং, তারুণ্যের প্রতীকও সবুজ। এখানে এৎববহ বলতে পরিবেশসম্মত ও নিরাপদ বিষয়ের সাথে প্রযুক্তির ব্যবহারের কথা বলা হয়েছে। এই উদ্যোগের মূল প্রতিপাদ্য পরিবেশসম্মত কৃষি ও নিরাপদ খাদ্য, ক্লাইমেট এ্যাকশন এবং ওয়াশ চর্চা। এখানে মূলত দুই ধরণের কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখিত বিষয়ের কিছু কার্যক্রম ইতিমধ্যে সংস্থার বিভিন্ন কর্মসূচির অধীনে বাস্তবায়িত হচ্ছে, যা আরও শক্তিশালী করা হবে এবং নতুন নতুন কার্যক্রম যুক্ত করা হবে। বাস্তবায়িত এ সকল কার্যক্রমসমূহকে ‘কর্মসূচি’ হিসেবে অভিহিত করা যায়। পাশাপাশি ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান এবং সামাজিক পর্যায়ে সর্বস্তরের মানুষের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরার লক্ষ্যে প্রচার-প্রচারণা ও সংগঠিত করার জন্য দেশব্যাপি ‘ক্যাম্পেইন’ পরিচালিত হবে। যেখানে বিশেষভাবে যুব সমাজকে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিগত সময়কালে ওয়েভ ফাউন্ডেশনের বহুমুখী কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিস্থিতির আলোকে এ উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ৫২ বছর অতিক্রম করছে। এর মধ্যে বিগত ১৫ বছরে বর্তমান সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতায় দারিদ্র্য বিমোচন, কৃষি ও শিল্প খাত, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt