View in your browser
june22_headerjpg
video_6

ইফাদ এবং পিকেএসএফ কর্তৃপক্ষের প্রকল্প কার্যক্রম পরিদর্শন

22_june_1.2
বিগত ১৮ মে ২০২২ ইফাদ এবং পিকেএসএফ-এর এক প্রতিনিধি দল মেহেরপুর জেলার সদর উপজেলায় সংস্থার ব্ল্যাকবেঙ্গল ছাগল পালনের ভ্যালুচেইন কার্যক্রম পরিদর্শন করে। এছাড়া বাড়াদী বাজার সংলগ্ন ব্ল্যাকবেঙ্গল ছাগলের কালেকশন পয়েন্টও সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কালেকশন পয়েন্টের মাধ্যমে ছাগল খামারী ও ছোট ছোট ব্যাপারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন্ত ওজনের মাধ্যমে ন্যায্যমূল্যে এবং নগদ টাকায় ছাগল বিক্রি করতে পারেন।

ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্সের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান

2.2
গত ১৪ জুন ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্সের ২য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। ২০১৬ সাল থেকে সংস্থা পিকেএসএফ-এর সহায়তায় Skills for Employment Investment Program-SEIP প্রকল্পের আওতায় সুইং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্সসমূহ পরিচালনা করে আসছে। প্রকল্পের অধীনে এ পর্যন্ত ১২৫০ জন যুব নারী-পুরুষকে এ ট্রেডসমূহে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ পরবর্তীতে ৭২% প্রশিক্ষণার্থী স্ব-স্ব ট্রেডে কর্মসংস্থানে নিযুক্ত হয়েছেন।

রেসপন্স প্রকল্পের সামাজিক নিরীক্ষা পরবর্তী গণশুনানি

22_june_3
সমাজসেবা কার্যালয়ের সেবার মান উন্নয়নের লক্ষ্যে গত ৬ মার্চ ২০২২ মাগুরা জেলার শ্রীপুর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন সমাজ কর্মী, ইউনিয়ন পরিষদ ও লোকমোর্চার সদস্যবৃন্দসহ উপকারভোগীগণ এতে অংশগ্রহণ করেন। গণশুনানিতে সামাজিক নিরীক্ষায় প্রাপ্ত সমস্যাবলী উপস্থাপনের পাশাপাশি লোকমোর্চার পক্ষ থেকে একটি প্রস্তাবনা বা সুপারিশ প্রদান করা হয়। উপকারভোগী ও লোকমোর্চার উন্মুক্ত আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর ও ইউনিয়ন পরিষদ নিরীক্ষায় প্রাপ্ত সমস্যার সমাধান এবং উপকারভোগীদের সেবা প্রাপ্তির মানকে ত্বরান্বিতকরণে কিছু কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেন।

কুটির শিল্পে সফল উদ্যোক্তা আব্দুল আহাদ

22_june_4
আব্দুল আহাদ (৪৭) যশোর জেলার সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের একজন বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় মাত্র ১৪ বছর বয়সে কুটিরশিল্পের কাজে যুক্ত হন এবং প্রায় ৫ বছর অন্যের কারখানায় কাজ শেখেন। ভালোভাবে কাজ শেখার পর আহাদ কুটির শিল্পে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সেই যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় অর্থ। এরই মধ্যে আহাদ বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং অর্থাভাবে সংসারে নানা অশান্তি শুরু হয়। অন্যের দোকানে কাজ করে কোনমতে সংসার চালাতে থাকেন। এভাবেই মুখ থুবড়ে পড়ে তার উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা ।

নারীর প্রতি সহিংসতা বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

22_june_5
সংস্থার উদ্যোগে গত ৩০ মে ২০২২ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় মাঠে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর উপজেলা লোকমোর্চার সভাপতি হাজী মো. আব্দুল বারেক খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। প্রধান অতিথি এ ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল শ্রেণী-পেশার অংশগ্রহণকারীকে নিয়ে বাল্যবিবাহ বন্ধে শপথ বাক্য পাঠ করান।

মরিয়মের স্বপ্নপূরণে প্রসপারিটি প্রকল্প

22_june_6
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চরহরিদেবপুর গ্রামে বসবাস করেন মরিয়ম বেগম (৪০)। ২ মেয়ে, ১ ছেলে ও শাশুড়িকে নিয়ে মোট ৬ জনের সংসারে উপার্জনশীল একমাত্র ব্যক্তি স্বামী হারুন বাবুর্চি। স্বামীর উপার্জনে কোনমতে তাদের সংসার চলে। আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরিবারে স্বচ্ছলতার লক্ষ্যে অনেক আগে থেকেই মরিয়ম বেগম বাড়িতে ছাগল পালন করতে চাইতেন। কিন্তু ছাগল ক্রয় ও ছাগল মারা যাওয়ার কথা চিন্তা করে এ উদ্যোগ গ্রহণের সাহস পাননি।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin