গত ১৪ জুন ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্সের ২য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান। ২০১৬ সাল থেকে সংস্থা পিকেএসএফ-এর সহায়তায় Skills for Employment Investment Program-SEIP প্রকল্পের আওতায় সুইং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স কোর্সসমূহ পরিচালনা করে আসছে। প্রকল্পের অধীনে এ পর্যন্ত ১২৫০ জন যুব নারী-পুরুষকে এ ট্রেডসমূহে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া প্রশিক্ষণ পরবর্তীতে ৭২% প্রশিক্ষণার্থী স্ব-স্ব ট্রেডে কর্মসংস্থানে নিযুক্ত হয়েছেন।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাজার চাহিদার সাথে সঙ্গতি রেখে জনসম্পদ তৈরি এবং প্রশিক্ষণ শেষে আরও উৎপাদনশীল মজুরীভিত্তিক কর্মংসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণে প্রশিক্ষণার্থীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও ব্যক্তির মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

৩ মাসের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রশিক্ষণার্থীরা বলেন, “প্রশিক্ষণ শেষে আমাদের মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে, নিজেদেরকে এখন আর পরিবারের বোঝা মনে হয় না।”৫ জন ইতিমধ্যে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ ভ্রাম্যমান ইলেক্ট্রিশিয়ান হিসেবে আয়-রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে চান,  আবার কয়েকজন নিজের ব্যবসা দাঁড় করাবেন বলে পরিকল্পনা করছেন। এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি অর্থায়ন কর্মসূচির পরিচালক কফিল উদ্দীন আহমেদ, প্রশাসন ও মানব সম্পদ বিভাগের উপ-পরিচালক ইফতেখার হোসেন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের সমন্বয়কারী প্রদীপ্ত মিত্র। প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম এতে সভাপতিত্ব করেন।

প্রশিক্ষণার্থীদের কথা শুনে অতিথিগণ খুবই আশ্বস্ত হন এবং যারা স্বকর্মসংস্থানে যেতে চান তাদেরকে ওয়েভ ফাউন্ডেশন থেকে স্টার্টআপ ক্যাপিটাল ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন। এরপর ৩ মাস প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ ২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt