সংস্থার উদ্যোগে গত ৩০ মে ২০২২ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় মাঠে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর উপজেলা লোকমোর্চার সভাপতি হাজী মো. আব্দুল বারেক খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ। প্রধান অতিথি এ ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল শ্রেণী-পেশার অংশগ্রহণকারীকে নিয়ে বাল্যবিবাহ বন্ধে শপথ বাক্য পাঠ করান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, বলধারা ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আ. মাজেদ খান, লোকমোর্চার সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন এবং কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জুবায়ের হোসেন খাঁন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। এরপর অতিথিবৃন্দ পর্যায়ক্রমে সভায় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ইমাম, কাজী, ঘটক, পুরোহিত, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ বন্ধ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে উপস্থিত সকলে প্রতিশ্রুতিবদ্ধ হন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt