View in your browser
header_march2022

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সোশ্যাল ফোরামের অংশ হিসেবে 'খাদ্য অধিকার বাংলাদেশ' নেটওয়ার্ক কর্তৃক ওয়েবিনার আয়োজন

1.
ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম আয়োজনের ধারাবাহিকতায় গত ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সোশ্যাল ফোরাম অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে কেন্দ্র করে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্কের উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি ২০২২ ‘কোভিড-১৯ এর আঘাতে সংকুচিত খাদ্য অধিকার’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন

2
গত ১০ মার্চ দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা।’ বাংলাদেশে বিদ্যমান দুর্যোগ মেকাবেলা এবং ঝুঁকি কমাতে প্রস্তুতিমূলক কাজে গণসচেতনতা বাড়ানোর জন্য এই দিবস উদযাপন করা হয়। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে দুর্যোগ বিষয়ে কমিউনিটির প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার শক্তিশালীকর’ প্রল্পের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে গত ৯ মার্চ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়ার আয়োজন করা হয়। মহড়া অনুষ্ঠানটি দেখার জন্য প্রায় ২০০০ দর্শক সেখানে উপস্থিত ছিলেন।

বদলে গেছে ফতেনূর বেগমের জীবন

3
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের অবহেলিত নারী ফতেনূর বেগম (৬২)। ছেলে, পুত্রবধূ, দুই নাতী ও নাত-বৌ নিয়ে পরিবারের সদস্য সংখ্যা ৬ জন। স্বামী খোদা বক্স ছিলেন একজন ভিক্ষুক। খোদা বক্স লোক মারফত একদিন জানতে পারেন, ওয়েভ ফাউন্ডেশন ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা করে থাকে। তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংস্থার সমৃদ্ধি প্রকল্প অফিসে যোগাযোগ করেন। পরবর্তীতে ২০১৮-১৯ অর্থবছরে ভিক্ষুক পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে খোদা বক্সকে উদ্যোমী সদস্য হিসেবে ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।

প্রকল্প অবহিতকরণ এবং এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা

4
ওয়েভ ফাউন্ডেশন `পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের তিনটি বিভাগের ৮টি জেলার ৭৩টি উপজেলাতে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগের ৩টি জেলায় ২৯টি উপজেলা, খুলনা বিভাগের ৩টি জেলার ২৪টি উপজেলা এবং রাজশাহী বিভাগের ২টি জেলার ২০টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে বিভিন্ন স্তরে এডভোকেসি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

স্বামীকে সহযোগিতা করতে পেরে ভীষণ খুশি তহমিনা

5
মেহেরপুর সদরের মুখার্জী পাড়ার মেয়ে মোছা. তহমিনা খাতুনের পড়াশোনা হয়েছে এইচএসসি পর্যন্ত। তার বাবা ছিলেন কাপড় ব্যবসায়ী, সেখান থেকেই মূলত ব্যবসায় কাজে উদ্বুদ্ধ হওয়া। ২০০৮ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় তার চাকুরী হয়। কিন্তু পরিবারের বাধার কারণে চাকুরী করা হয়ে ওঠে না তহমিনার। এরপর অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যাশায় একটি ম্যানুয়াল সেলাই মেশিন কিনে ঘরে বসেই অল্পবিস্তর কাজ শুরু করেন তিনি।

বড়গাছী কৃষি হাবের শুভ উদ্বোধন

6
বিগত ৯ মার্চ ২০২২ সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘Economic Enhancement through Strengthening Beef and Goat Market System” প্রকল্পের আওতায় ‘বড়গাছী কৃষি হাবের’ শুভ উদ্ভোধন হয়। কৃষি হাবটির উদ্বোধন করেন হেইফার ইন্টারন্যাশনালের এশিয়া ডিরেক্টর নীনা জসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম সিদ্দিকুর রহমান। বড়গাছী মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোসা. মনিরা বেগম এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশের অগ্রযাত্রায় ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ

7.
ওয়েভ ফাউন্ডেশন ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ‘বাংলাদেশের অগ্রযাত্রার জন্য নেতৃত্ব-লিড বাংলাদেশ’ প্রকল্প গত মার্চ ২০২১ হতে সফলভাবে বাস্তবায়ন করছে। ভবিষ্যত বাংলাদেশের উন্নয়নে যুব নেতৃত্বের প্রয়োজনীয়তা বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার ১৮-২৫ বছর বয়সী এবং এইচএসসি পাশ করেছে এমন ৫০০ যুবকে প্রকল্পে যুক্ত করা হয়েছে। যার মধ্যে ৩০% নারী। ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ১০ ব্যাচ অনলাইন এবং ১০ ব্যাচ অফলাইন ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, যেখানে ১৯০ জন নারী এবং ৩১০ জন পুরুষ যুব অংশগ্রহণ করেছে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin