'সাফল্যে, সংগ্রামে, নেতৃত্বে নারী' শিরোনামে উইমেন ইন লিডারশিপ সামিট অনুষ্ঠিত
Header_bottom3
যুব নারীদের নেতৃত্ব বিকাশে সংস্থা ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ‘উইমেন ইন লিডারশিপ’ শীর্ষক একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কাজের অংশ হিসেবে গত ২৮ মার্চ ২০২৩ ঢাকার সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘সাফল্যে, সংগ্রামে, নেতৃত্বে নারী’ শিরোনামে দিনব্যাপী ‘উইমেন ইন লিডারশিপ সামিট’ অনুষ্ঠিত হয়। রংপুর, খাগড়াছড়ি, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা হতে আগত নারীরা এতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

একাগ্রতাই মূল পুঁজি কবিরের

Header_bottom3
মাদারিপুর জেলার চরলক্ষীপুর গ্রামে জন্ম কবির হাওলাদারের। জীবিকার তাগিদে গ্রাম থেকে পাড়ি জমান ঢাকা শহরে। প্রথমে ঢাকার কল্যাণপুর এলাকায় মাছ বিক্রি শুরু করলেও কিছু দিন পরে এক বন্ধুর সাথে পাড়ি জমান ডেমরা থানার সারুলিয়াতে। সেখানে এক সবজির দোকানে মাসে ৭৫০০ টাকা বেতনে কাজ নেন। ৫ বছর ঐ দোকানে থাকার পর নিজেই এক বন্ধুর সাথে সারুলিয়া বাজারে সবজির ব্যবসা শুরু করেন।

দুর্যোগকালে স্থানীয় জনগণের ভরসা তানিয়া আক্তার

Header_bottom3
‘প্রথম দিকে পরিবার থেকে বাঁধা ছিল, পাড়া-প্রতিবেশীরাও ভাল চোখে দেখত না। কিন্তু যখন দেখল আমরা যুবরা সকলের বিপদে এগিয়ে আসি, তখন সবাই আমাদের প্রশংসা করতে শুরু করে।” কথাগুলো বলছিল ভরপাশা ইউনিয়নের ‘স্বপ্নছোয়া যুব সংগঠন’ এর সাধারণ সম্পাদক তানিয়া আক্তার। ছোটবেলা থেকেই সবসময় সে প্রতিবেশীদের বিপদে এগিয়ে আসতো। ২০১৮ সালে অক্সফাম বাংলাদেশের সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের ইওয়াইডব্লিউ প্রকল্পের মাধ্যমে তানিয়া এ সংগঠনে যুক্ত হয়। তার নেতৃত্ব এবং কাজের স্বীকৃতি স্বরুপ মহিলা বিষয়ক অধিদপ্তর ২০১৯ সালে তাকে জয়ীতা পুরুস্কার প্রদান করে।

শিক্ষার গুণগত মান উন্নয়নে খুলনায় শিক্ষা সংলাপ

Header_bottom3
সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং উত্তরণে ওয়েভ ফাউন্ডেশন, আইআরভি ও নবলোক-এর যৌথ উদ্যোগে নাগরিক কর্তৃক পরিচালিত মূল্যায়ন থেকে প্রাপ্ত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি ২০২৩, খুলনার সিএসএস আভা সেন্টারে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগত মান অর্জন’ শিরোনামে এক শিক্ষা সংলাপ আয়োজন করা হয়। স্ট্রিট চাইল্ড ইউকে (Street Child UK) এর সহযোগিতায় ‘দ্য সাউথ এশিয়ান এসেসমেন্ট এলায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ’ প্রকল্পের অধীনে এ শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়।
দারিদ্র্যের দুষ্টচক্র ভেঙ্গে স্বপ্ন পূরণের পথে সোনিয়া
Header_bottom3
সোনিয়া বেগম (২২), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। এক ছেলে ও স্বামীকে নিয়ে বেশ কষ্টের সংসার। ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার পর দারিদ্র্যের কারণে সোনিয়ার বাবা একই ইউনিয়নের মাহাবুব হোসেনের সাথে তার বিয়ে দিয়ে দেন। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার আলোয় সোনিয়া নিজেকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। তার স্বামী অন্যের জমিতে কৃষিকাজ করেন এবং মাঝে মাঝে ভ্যান গাড়ি চালান। ২০২০ সালে পিকেএসএফ’র সহযোগিতায় পরিচালিত প্রসপারিটি প্রকল্পের জরিপ কার্যক্রমের সকল ধাপ সম্পন্ন করে সোনিয়া গোলাপ প্রসপারিটি গ্রাম কমিটির সদস্য হন।
জলবায়ু কার্যক্রমে যুব নেতৃত্ব
Header_bottom3
জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে বিরূপ প্রতিক্রিয়া কমাতে বাংলাদেশের ওয়েভ ফাউন্ডেশন ও ভারতের ধান ফাউন্ডেশন ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রমোশন ওয়াইক্যাপ প্রজেক্ট এর মাধ্যমে ক্লাইমেট ভালনারেবল এলাকায় জলবায়ু কার্যক্রমে তরুণদের নেতৃত্ব বিকাশ ও ডিজিটাল দক্ষতা বাড়াতে কাজ করেছে। প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু কার্যক্রম, যুব নেতৃত্ব এবং ডিজিটাল দক্ষতা বিষয়ে দুই দেশে ৬ টি ব্যাচে ২০ জন করে মোট ১২০ জন প্রশিক্ষন গ্রহন করেছে। এই যুবরা ১২ টি কমিউনিটিতে জলবায়ু কার্যক্রম পরিচালনা করেছে। যুবদের অংশগ্রহণে পরিচালিত প্রকল্প কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে ভিডিও ডকুমেন্টারি “জলবায়ু কার্যক্রমে যুব নেতৃত্ব”।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin