কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসার আহ্বান মহসিন আলীর
Header_bottom3
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং নানা প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে একটি মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানই তাদের স্বাবলম্বী হতে এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করতে পারে।
নেপালের কাঠমান্ডুতে স্ট্রিট চাইল্ড নেপাল আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ওয়েভ ফাউন্ডেশনের অংশগ্রহণ
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে উন্নয়ন সহযোগী জিপিই অক্সফাম আইবিএস ও স্ট্রিট চাইল্ড (Street Child UK) এর আর্থিক সহযোগিতায় ‘দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট অ্যালায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নেপাল, আফগানিস্তান ও মিয়ানমার যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল উদ্দেশ্য নাগরিক উদ্যোগে শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক শিখন যাচাই ও মূল্যায়ন করা এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এডভোকেসি করা। প্রকল্পের উত্তম চর্চাগুলোকে (Best Practices) বৈশ্বিক পর্যায়ে তুলে ধরাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
চাকুরী ছেড়ে সফল উদ্যোক্তা সুমন
Header_bottom3
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ এলাকার বাসিন্দা মো. সুমন আলী। প্রচন্ড চাপ, বসের বকাবকি এবং বেতন কম হওয়ায় চাকুরি ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন সুমন। গতানুগতিক কাজের বাইরে নতুন কিছু করার জন্য ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে থাকেন। চুয়াডাঙ্গা জেলাতে নেই এমন কোনো বিষয়ে ব্যবসা করার চিন্তা থেকে সুমন দুগ্ধজাত পণ্য মাঠা নিয়ে ব্যবসা করার পরিকল্পনা করেন। মূলধন কম থাকায় সুমন তার বন্ধু মাসুমকে ব্যবসার অংশীদার করার বিষয়ে ভাবতে থাকেন।
দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উপকরণ বিতরণ
Header_bottom3
গত ২৭ ডিসেম্বর ২০২৩ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে দুর্যোগ বিষয়ে কমিউনিটির প্রস্তুতি, দ্রুত প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার শক্তিশালীকরণ’ প্রকল্প কার্যক্রমের অধীনে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ২০২১ সাল থেকে অক্সফ্যামের সহায়তায় সংস্থা বাকেরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে দুর্যোগের ঝুঁকি হ্রাসে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পের অধীনে ইউনিয়নগুলোতে ৬টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং ৬টি যুব সংগঠনকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সফল প্রবীণ ক্ষুদ্র উদ্যোক্তা
গোলাম কুদ্দুস
Header_bottom3
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মো. গোলাম কুদ্দুস (৬৫) জন্ম থেকেই একজন শারীরিক প্রতিবন্ধী। অভাবী কৃষি পরিবারে বেড়ে ওঠা গোলাম কুদ্দুস শারীরিক প্রতিবন্ধিতাকে হার মানিয়ে সেই ছোটকাল থেকেই স্বপ্ন দেখতো, ‘কাজ করে কীভাবে সফল হওয়া যায়’। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় এসএসসি পাশের পর উচ্চ শিক্ষার চিন্তা বাদ দিতে হয় গোলাম কুদ্দুসকে। বৃদ্ধ বয়সে অন্যের উপর নির্ভরশীল না থেকে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে নিজের বাড়ির সাথে ছোট্ট একটা চায়ের দোকান শুরু করেন।
নরওয়েতে অনুষ্ঠিত নরেকের ৬০ বছরপূর্তি উদযাপনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের পক্ষে সংস্থার প্রতিনিধিত্ব
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশনের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা Norec (Norwegian Agency for Exchange Cooperation-Norec) ১৯৬৩ সাল থেকে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে অনন্য এবং বাস্তব উদাহরণ সৃষ্টি করে চলেছে। এ ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর ২০২৩ নরওয়ের ফোর্দে শহরে “Norec-Shared Knowledge for 60 years” শিরোনামে উন্নয়ন সংস্থা নরেক বেশ আড়ম্বরপূর্ণভাবে তাদের ছয় দশক উদযাপন করে। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের সহযোগী ও অংশীজনরা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করে ওয়েভ ফাউন্ডেশন।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin