বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১% পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ হলো দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, হিজড়া ও ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তি। জনগোষ্ঠীগুলো তাদের আর্থ-সামাজিক অবস্থান এবং নানা প্রতিবন্ধকতার কারণে মানসম্মত শিক্ষা থেকে শুরু করে একটি সম্মানজনক পেশা গ্রহণের ক্ষেত্রে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে একটি মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানই তাদের স্বাবলম্বী হতে এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করতে পারে।

এ উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগ ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সম্প্রতি খুলনা, রাজশাহী এবং সিলেট বিভাগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি করে ‘চাকুরি মেলা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ চাকুরি মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি ব্যবসা এবং উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নাগরিক উদ্যোগের আয়োজনে গত ১১ নভেম্বর, ২০২৩ রাজধানীর হোটেল বেঙ্গল ব্লু বেরিতে ‘কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি’ শীর্ষক একটি পরামর্শ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।

সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমরা যাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলি তারা আসলে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। তাদের কর্মসংস্থানের জন্য আমন্ত্রিত প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থানের জন্য দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য চাকুরিপ্রার্থীদেরকেও প্রচেষ্টা চালাতে হবে। সমাজের একটি অংশকে পিছিয়ে রেখে বা বৈষম্য বজায় রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যাানেজার, জেন্ডার এন্ড ইনক্লুশন, আনজুম নাহিদ চৌধুরী। এছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে অন্তর্ভুক্তির ব্যাপারে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ তাদের পরামর্শ তুলে ধরেন এবং রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে অনুষ্ঠিতব্য বিভাগীয় চাকুরি মেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt