দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় নেতৃত্ব বিষয়ে 'মার্কেট সিম্পোজিয়াম ২০২৩'
Header_bottom3
বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি দুর্যোগপ্রবণ দেশ এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্যোগ ঝুঁকিতে থাকা দেশগুলির মধ্যে অন্যতম। দেশের উপকূলবর্তী ১৯টি জেলায় প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা, তীব্রতা ও প্রভাব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু ঝুঁকিতে থাকা লক্ষিত জনগোষ্ঠীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশেষ করে নারী ও যুব সম্প্রদায়ের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতি গ্রহণ এবং যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে জলবায়ু ঘাত-সহিঞ্চু কমিউনিটি তৈরি করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এশিয়া কমিউনিটির দুর্যোগ প্রস্তুতি এবং রূপান্তর (Asia Community Disaster Preparedness & Transformation -ACT) প্রকল্প বাস্তবায়ন করছে।
ওয়েভ ফাউন্ডেশনের পাশাপাশি জাগো নারী এবং এসকেএস ফাউন্ডেশন যথাক্রমে বরগুনা ও গাইবান্ধা জেলায় প্রকল্পটি বাস্তবায়নের সাথে যুক্ত রয়েছে। এ কর্মসূচি বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াতে একসাথে বাস্তবায়িত হচ্ছে।
সংস্থার ‘স্তরভিত্তিক নেতৃস্থানীয়দের ভূমিকা’ শীর্ষক আলোচনা
Header_bottom3
সংস্থার কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির Target অর্জনে ‘স্তরভিত্তিক নেতৃস্থানীয়দের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গত ২২-২৩ সেপ্টেম্বর ২০২৩ আইডিবি ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপি অনুষ্ঠিত এ সভায় সংস্থার সকল ইউনিট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, হেড অফিস টিমসহ এসএমটি সদস্যগণ অংশগ্রহণ করেন। সভার ২য় দিন ২৩ সেপ্টেম্বর পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক-৩ মোঃ মশিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে এবং সহকারী মহাব্যবস্থাপক কার্যক্রম মোঃ মনছুর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ আয়োজনে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
সমৃদ্ধি’র শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএলএমসি প্রকল্পের অধীনে সচেতনতামূলক নাটক প্রদর্শনী
Header_bottom3
কাউকে বাদ দিয়ে নয়, এমন লক্ষ্য বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ (ইএলএমসি) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হিজড়া, চা-শ্রমিক ও প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন এবং ক্ষমতায়নে কাজ করছে। এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, সক্ষমতা, সমাজে তাদের অবদান, বৈষম্য এবং প্রচলিত কুসংষ্কার ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষের প্রচলিত নেতিবাচক ধারণার পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে প্রকল্পের তৃতীয় বছরে সচেতনতামূলক ১০০টি নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করতে অনুপ্রাণিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সমস্যাগুলো তুলে ধরাও এর অন্যতম উদ্দেশ্য ছিল।
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ
Header_bottom3
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সংস্থা পিপিইপিপি-ইইউ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের বহুমুখী কাজের ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর ২০২৩ উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা ও সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মু. মহিউদ্দিন আল হেলাল এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহ- উপজেলা সমাজ সেবা অফিসার মো.সাইফুল ইসলাম সাইউম।
শহীদ শেখ রাসেলেঁর ৬০তম জন্মদিন পালন
Header_bottom3
১৮ অক্টোবর ২০২৩ শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন আলোকিত করে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেবার যখন ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে। তাঁর মৃত্যুতে ঝরে গিয়েছিল অসংখ্য নিভৃত স্বপ্ন। শেখ রাসেল স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র, এটাই হয়তো ছিল তাঁর একমাত্র এবং সবচেয়ে বড় অপরাধ। এত বছর পরেও মনে হয় রাসেলের ভয় আর কান্না জড়ানো কন্ঠে ঘাতকদের যদি একটু মায়া হত, বেঁচে যেতো রাসেল। শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালনকালে আমাদের বুকটাও বেদনায় ভারী হয়ে আসে। দিবসটিকে ঘিরে ওয়েভ ফাউন্ডেশন তার সকল কর্মএলাকায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করে।
কুষ্টিয়া জেলার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের কর্মএলাকা কুষ্টিয়া জেলার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে এনসিসি ব্যাংকের আর্থিক সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin 
Email Marketing Powered by MailPoet