সংস্থার কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির Target অর্জনে ‘স্তরভিত্তিক নেতৃস্থানীয়দের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গত ২২-২৩ সেপ্টেম্বর ২০২৩ আইডিবি ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপি অনুষ্ঠিত এ সভায় সংস্থার সকল ইউনিট ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, হেড অফিস টিমসহ এসএমটি সদস্যগণ অংশগ্রহণ করেন। সভার ২য় দিন ২৩ সেপ্টেম্বর পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক-৩ মোঃ মশিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে এবং সহকারী মহাব্যবস্থাপক কার্যক্রম মোঃ মনছুর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ আয়োজনে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।

সভার ১ম দিন নির্বাহী পরিচালক মহোদয় সংস্থার ঋণ কর্মসূচির বর্তমান প্রেক্ষাপট, ২০২৩-২০২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ও কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশান প্রদান করেন। পরবর্তীতে ঋণ কর্মসূচির মৌলিক বিভিন্ন বিষয় এবং কর্মসূচির গুণগত মান বজায় রাখতে করণীয় দিক নিয়ে অন্যান্য এসএমটি সদস্যবৃন্দ আলোচনা করেন।

আলোচনার ২য় দিন প্রধান অতিথি মোঃ মশিয়ার রহমান ঋণ কর্মসূচির মান উন্নয়নে বাস্তবভিত্তিক মূল্যবান দিক নির্দেশনাসহ সংস্থার কার্যক্রম সম্প্রসারণ ও সম্ভাবনার দিক তুলে ধরেন। এছাড়াও অংশগ্রহণকারী সকলকে এ সেক্টরে কাজের আগ্রহ এবং উৎসাহ তৈরিতে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথি মোঃ মনছুর আলম ওয়েভের কাজের অবস্থান নিয়ে তুলনামূলক আলোচনার পাশাপাশি সংস্থার অগ্রগতি বিষয়ে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

উক্ত দিন কর্মসূচির মান উন্নয়নের লক্ষ্যে কর্মী-কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণে ২০২২-২০২৩ অর্থবছরের নির্ধারিত সূচক অনুযায়ী A গ্রেড অর্জনকারী ইউনিট অফিস (০০৩) কার্পাসডাঙ্গা ও (০০৫) সরোজগঞ্জকে “স্বীকৃতি সনদ” প্রদান করা হয়। এছাড়া A গ্রেড অর্জনকারী ইউনিট ম্যানেজার সুমাইয়া খাতুন সুমি (০০৩) কার্পাসডাঙ্গা ও মোঃ আইয়ূব আলী (০০৫) সরোজগঞ্জ এবং B+ গ্রেড অর্জনকারী ইউনিট ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম (০০৪) দামুড়হুদাকে “প্রসংশা পত্র” প্রদান করা হয়।

আলোচনা সভার শেষ পর্যায়ে ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহবান জানান এবং চুয়াডাঙ্গায় ২টি ও ঢাকায় ১টি ME ইউনিট কার্যকর করার নির্দেশনা দেন। এছাড়া তিনি ডিজিটাল লেনদেনের প্রতি সকলকে বিশেষ উদ্যোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt