পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সংস্থা পিপিইপিপি-ইইউ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের বহুমুখী কাজের ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর ২০২৩ উপজেলা পরিষদ হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা ও সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মু. মহিউদ্দিন আল হেলাল এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহ- উপজেলা সমাজ সেবা অফিসার মো.সাইফুল ইসলাম সাইউম।

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পভূক্ত মোট ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের নিঃস্ব, অতিদরিদ্র সদস্যরা আয়বর্ধক কাজের উপকরণ পাওয়ার মাধ্যমে তাদের জীবনের সফলতার গল্প উপস্থাপন করেন। প্রতিবন্ধী পরিবারের সদস্য সালমা বেগম (২৬) প্রকল্পের সহায়তায় ২টি ছাগল পালনের জন্য অনুদান ও ৫০ হাজার টাকা ঋণ নিয়ে এখন ৫টি ছাগল, ৪১টি রাজহাঁস পালন ছাড়াও নিজ বাড়িতে সবজি চাষ করে নিঃস্ব অবস্থা থেকে স্বাবলম্বী হয়ে উঠেছেন। সালমা বেগম এখন তার প্রতিবন্ধী শিশুর চিকিৎসা ব্যয় নিজেই বহন করতে পারছেন।

শারীরিক প্রতিবন্ধী সুলতান মিয়া (৫০) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। পেশায় ছিলেন একজন ভিক্ষুক, পিপিইপিপি-ইইউ প্রকল্প থেকে সুবর্ণ নাগরিক কার্ড ও প্রতিবন্ধী ভাতা পান। ১৫ হাজার টাকা প্রকল্পের অনুদান এবং সংস্থা হতে ১০ হাজার টাকা ঋণ নিয়ে নিজ বাড়িতে ১টি মুদি দোকান করেন। বর্তমানে সুলতান মিয়া মাসে ২০-২৫ হাজার টাকা উপার্জন করছেন। তাকে এখন আর ভিক্ষা করতে হয় না।

প্রতিবন্ধী শিশু হিরামনি হাঁটতে না পারায় স্কুলে যেতে পারতো না। অনুষ্ঠানে তাকে একটি হুইল চেয়ার দেয়া হয়, যার ফলে শিশুটি এখন স্কুলে যেতে পারছে। শিশুটির মা ও বাবাকে কাজ ফেলে শিশুর জন্য স্কুলে বসে থাকতে হয় না। অনুষ্ঠানে আগত সকলে সংস্থার এ সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt