ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে উন্নয়ন সহযোগী জিপিই অক্সফাম আইবিআইএস ও স্ট্রিট চাইল্ড (Street Child UK) এর আর্থিক সহযোগিতায় ‘দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট অ্যালায়েন্স: কমিউনিকেটিং এন্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নেপাল, আফগানিস্তান ও মিয়ানমার যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল উদ্দেশ্য নাগরিক উদ্যোগে শিক্ষার্থীদের পঠন ও গাণিতিক শিখন যাচাই ও মূল্যায়ন করা এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের আলোকে শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এডভোকেসি করা। প্রকল্পের উত্তম চর্চাগুলোকে (Best Practices) বৈশ্বিক পর্যায়ে তুলে ধরাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
এ প্রেক্ষিত নেপালের কাঠমান্ডুতে স্ট্রিট চাইল্ড নেপাল আয়োজিত হোটেল রেডিসন ব্লু তে গত ২৮-৩০ নভেম্বর ২০২৩ তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশ অংশে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচির উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং প্রকল্প ব্যবস্থাপক লিপি আমেনা অংশগ্রহণ করেন। এছাড়াও প্রকল্পের স্থানীয় সহযোগী সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা (বিইউপি) ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্যানেল আলোচনায় প্রত্যেক দেশের প্রতিনিধিবৃন্দ তাদের প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা, সফলতা, চ্যালেঞ্জসমূহ আলোচনা করেন। ওয়েভ ফাউন্ডেশন-এর প্রকল্প অ্যাডভোকেসি কার্যক্রমের সফলতা এবং অভিজ্ঞতা অভ্যাগত সকলের সামনে উপস্থাপন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন সংস্থার উপ-পরিচালক কানিজ ফাতেমা। প্রকল্প ব্যবস্থাপক লিপি আমেনা বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা বিশেষ করে খুলনা ও বাগেরহাট জেলায় পরিচালিত ‘বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষাদান, শিখন এবং মূল্যায়ন প্রক্রিয়ার ঘাটতি’ শীর্ষক গবেষণা থেকে প্রাপ্ত তথ্যসমূহ এবং ফলাফল ও সুপারিশ তার উপস্থাপনায় তুলে ধরেন। শিক্ষার মান উন্নয়নে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক এ সম্মেলনের সমাপনী ঘোষণা করা হয়।