নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা মহান সমাজ বিপ্লবী বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিন গত ৯ ডিসেম্বর ২০২১ উদযাপিত হয়। দিনটি উদযাপনের মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের শৃঙ্খল থেকে নারী মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাওয়া এ মহিয়সী নারীরঅবদানকে ওয়েভ ফাউন্ডেশন শ্রদ্ধাভরে স্মরণ করে। সংস্থার সকল অফিসে সন্ধ্যা ৬.০০মি. একযোগে মোবাইলের আলো জ্বালিয়ে ছড়িয়ে দেয়া হয় নারী মুক্তির বারতা।
বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। তাই নারীশিক্ষার প্রসারে তিনি কাজ করে গেছেন আমৃত্যু। নারী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তাদের ক্ষমতায়ন, ভোটাধিকারের জন্য লড়াইটা বাংলায় তিনিই শুরু করেছিলেন। ঊনবিংশ শতকে নারীরা যখন অবরোধবাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। এই পথচলা মোটেই সহজ ছিল না, বরং অনেক বন্ধুর পথ অতিক্রম করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। এই কিংবদন্তিতুল্য নারী তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে কুঠারাঘাত করেছেন।
বেগম রোকেয়া নারী সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে যে ভূমিকা রেখেছেন তা নারী অধিকার আন্দোলনের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এই মহান নারীর জন্মদিনে সকলের সুরে সুর মিলিয়ে আমরাও বলতে গর্ববোধ করি ‘জ্বালো জ্ঞানের আলো, জ্বালো মুক্তির আলো|’