সাম্প্রতিক সময়ে করোনা মহামারীতে স্থবির অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি চাপ সামলাতে সমাজের প্রায় সর্বস্তরের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের উপর খাদ্য নিরাপত্তা ইস্যুতে নেতিবাচক প্রভাব ফেলছে, যা ক্রমেই শঙ্কার বিষয়ে পরিণত হচ্ছে। এ অবস্থা উত্তরণে সরকারের দিক থেকে বাজার মনিটরিং, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ প্রভৃতি উদ্যোগ অপ্রতুল। মূল্যস্ফীতির সাথে তাল রাখতে গিয়ে সাধারণ মানুষ আর পেরে উঠছে না।
এ প্রেক্ষাপটে গত ১০ এপ্রিল ২০২২, ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ নেটওয়ার্কের উদ্যোগে ‘নগর-গ্রামের দারিদ্র্য পরিস্থিতি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করা হয়। খাদ্য অধিকার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। নেটওয়ার্ক ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এ ওয়েবিনারে সম্মানীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. এস এম জুলফিকার আলী, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস; ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সিপিডি; ড. সায়েমা হক বিদিশা, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গবেষণা পরিচালক, সানেম এবং খোরশেদ আলম খান, প্রেসিডেন্ট, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ-এর সমন্বয়কারী কানিজ ফাতেমা।
আলোচনায় গ্রাম ও শহরাঞ্চলের প্রান্তিক ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা; নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার পাশাপাশি তাদের আয় বৃদ্ধির সুযোগ; খাদ্য সরবরাহ অব্যাহত রাখার জন্য হাওর অঞ্চলে অবিলম্বে বাঁধ ভাঙ্গা ও দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধসহ সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং প্রযোজ্য ক্ষেত্রে অগ্রিম আমদানির ব্যবস্থা নিশ্চিত করাসহ সরকার ঘোষিত ১ কোটি ফ্যামিলি কার্ডে রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়াতে এবং সুবিধাভোগীদের তালিকা তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা কার্যকর করতে কঠোর তত্ত্বাবধান নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করা হয়।