করোনা সংক্রমণের পর “স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অধিকার” খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের কাজে নতুন ইস্যু হিসেবে যুক্ত হয়েছে। সে ধারাবাহিকতায় বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপনকে কেন্দ্র করে ‘খাদ্য-পুষ্টি, ভ্যাকসিন ও কর্মসংস্থান অধিকার’ বাস্তবায়নের দাবিতে নেটওয়ার্ক দেশব্যাপী জমায়েত, আলোচনা ও মানববন্ধন এবং জেলা প্রশাসক ও সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।
নাগরিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি দেশের যুব সমাজের অংশগ্রহণে গত ১৮ অক্টোবর ২০২১ একযোগে মহানগরসহ সকল জেলায় এ কর্মসূচি পালিত হয়। ঐ দিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জমায়েত, আলোচনা ও মানববন্ধন’ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, করোনার অভিঘাতে পুরাতন দরিদ্রের সাথে নতুন দরিদ্ররাও ২১২২ কিলোক্যালরি খাবার প্রতিদিন গ্রহণ করতে পারছে না এবং শিশু ও নারীদের পুষ্টিহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এ সময়ে আয়ের ক্ষেত্রে ক্রমাগত সংকট বৃদ্ধি পাওয়ায় অতিদরিদ্র ও দরিদ্রদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তের একাংশও নিয়মিত প্রয়োজনীয় খাদ্য কিনতে পারছে না।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর হিসাব মতে, “করোনা মহামারির কারণে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ২৪.৮ শতাংশই বেকার হয়েছে। বাংলাদেশে করোনায় ১৬ লাখ ৭৫ হাজার তরুণ-তরুণী কাজ হারিয়েছে। সব মিলিয়ে বেশিরভাগ মানুষের জীবিকা চ্যালেঞ্জের সম্মুখীন।”
মানববন্ধনে নেটওয়ার্কের পক্ষ থেকে যে ১০ দফা সুপারিশমালা উত্থাপন করা হয় সেগুলো যথাক্রমে: দরিদ্রসহ সকল জনগণের জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষার বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা; অতিদরিদ্র এবং নতুনসহ সকল দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আরো বেশি বরাদ্দ প্রদান; মোটা চালসহ সকল খাদ্য-দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি কমাতে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা; দেশের সকল হাসপাতালে কার্যকর চিকিৎসা নিশ্চিতে বেড সংখ্যা বৃদ্ধিসহ অক্সিজেন ও আইসিইউ এর ব্যবস্থা; প্রয়োজনীয় জনবল ও বাজেট বৃদ্ধির পাশাপাশি পরিচালনায় যথাযথ মনিটরিং নিশ্চিত করা; কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা, পণ্যের বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে মূল্য কমিশন গঠন করা; ক্রমবর্ধমান বেকারত্ব নিরসনে যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সরকারি সহায়তার সঠিক উপকারভোগী চিহ্নিত করার লক্ষ্যে দরিদ্র জনগোষ্ঠীর ডাটাবেজ তৈরি করতে জরুরি উদ্যোগ গ্রহণ করা।