১৮ অক্টোবর ২০২১ শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন আলোকিত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন। বাবার বুকের গভীরে মুখ রেখে সাহস আর বীরত্বের উষ্ণতা নেবার যখন ছিল শ্রেষ্ঠ সময়, ঠিক তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ রাসেল স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবের পুত্র, এটাই হয়তো ছিল তার একমাত্র এবং সবচেয়ে বড় অপরাধ।

দিনটি উদযাপনকালে আমাদের বুকটাও বেদনায় ভারী হয়ে আসে। তবুও শোককে শক্তিতে পরিণত করে ওয়েভ ফাউন্ডেশন দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করে। সংস্থার প্রধান কার্যালয়সহ সকল অফিসে ব্যানার টানানো; অফিস কেন্দ্রিক কর্মী, কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অফিস কেন্দ্রিক কর্মী, কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী ও যুবদের অংশগ্রহণে কেক কাটাসহ তাঁর আত্মার শান্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt