‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৮ মার্চ ২০২১, ওয়েভ ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, ঢাকায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সামগ্রিক পরিমন্ডলে নারীর অবস্থান; নারী নেতৃত্ব; নারীর প্রতি বৈষম্য, নির্যাতন ও সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিবিধ ইস্যু উঠে আসে।
সংস্থার সুশাসন ও অধিকার ডোমেইন-এর সহকারী পরিচালক এবং জেন্ডার ফোকাল, কানিজ ফাতেমা-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নির্ধারিত বিষয়বস্তুর উপর মূল প্রবন্ধ পাঠ করেন এ ডোমেইনের প্রোগ্রাম এসোসিয়েট পাপেল কুমার সাহা । মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কর্মকর্তা ও কর্মীবৃন্দ এ প্রবন্ধের উপর তাদের মতামত এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মুক্ত আলোচনা শেষে সংস্থার উপ-নির্বাহী পরিচালক, আনোয়ার হোসেন তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন ও স্বল্প দৈর্ঘ্য সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-সমন্বয়কারী হাসমত কবীর।