‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি’ প্রকল্পের জীবিকায়ন কর্মসূচির আওতায় অকৃষিজ বিষয়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের ২৫ জন অতিদরিদ্র পরিবারের সদস্য নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২১ পর্যন্ত একটি সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। স্থানীয় ২ জন দক্ষ প্রশিক্ষক এতে প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ কোর্সের সূচি অনুযায়ী ৩০ দিনে ১২ ধরনের পোশাক তৈরি শেখানো হয়। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন অংশগ্রহণকারীর প্রত্যেককে ১টি করে মোট ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী।

তিনি বলেন, “আমার দেখা একটি চমৎকার প্রকল্প হলো প্রসপারিটি। কারণ এই প্রকল্প সদস্যের চাহিদা ও সক্ষমতার ভিত্তিতে তাদের দক্ষতা বৃদ্ধি ও আইজিএ বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে। এ প্রকল্পের অনেকগুলো কাজের মধ্যে অন্যতম হলো সেলাই প্রশিক্ষণ ও এটির মাধ্যমে আয়ের একটি পথ সুগম করা। আমি আশা করি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার অতিদরিদ্র পরিবারগুলোর মানুষ দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে সমৃদ্ধির পথে অগ্রসর হবে।” প্রশিক্ষণার্থীদের মতে, এই প্রশিক্ষণ তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকতে শিখিয়েছে। এই আঁকা পথ ধরে যদি তারা চলতে পারে, তাহলে এই প্রশিক্ষণের উদ্দেশ্য সফল হবে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt