“ওয়েভ ফাউন্ডেশন সরকারের পাশাপাশি সিংগাইর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। তার মধ্যে বিষ মুক্ত নিরাপদ সবজি উৎপদান ও বাজারজাতকরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। সরকারের ঘোষণা অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে নিরাপদ সবজির ক্রয়-বিক্রয় কর্ণার করতে হবে। নিরাপদ খাবার/সবজি প্রতিটি মানুষের মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ নিরাপদ খাবার নিরাপদ জীবন।”‘নিরাপদ সবজির ক্রয়-বিক্রয় কর্ণার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনা লায়লা ।
গত ২৭ জানুয়ারি ২০২১ ওয়েভ ফাউন্ডেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সংস্থার ‘কৃষি মোর্চা’প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন বাজারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষক পর্যায়ে এ ধরনের কাজ করার জন্য প্রধান অতিথি ওয়েভ ফাউন্ডেশন, কৃষি মোর্চা দল ও বাজার কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো. টিপু সুলতান সপন। তিনি বলেন, “সকল কৃষকের উচিত জৈব সার উৎপাদন করে নিরাপদ ফসল/সবজি চাষাবাদ করা। ওয়েভ ফাউন্ডেশন ইতিপূর্ব থেকে কৃষি ক্ষেত্রে এই উপজেলায় অনেক অবদান রাখছে বিশেষ করে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন ও কৃষি পরামর্শ। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে যত রকমের প্রশিক্ষণের দরকার তা কৃষি অধিদপ্তর ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে সহযোগিতা দিবে।” এছাড়া জয়মন্টপ ইউপি চেয়ারম্যান, ইঞ্জিঃ মো. শাহাদৎ হোসেন; বাজার কমিটির সভাপতি, মো. আব্দুস সালাম; সেক্রেটারী, আবু বক্কর ফকির; কোষাধ্যক্ষ, সাইফুল ইসলাম এবং বেশ কিছু গণমাধ্যম প্রতিনিধিসহ সংস্থার সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্ণার উদ্বোধনের পূর্বে অতিথিবৃন্দ নিরাপদ ফসল/সবজির ক্ষেত পরিদর্শন করেন। জৈব বালাইনাশক ব্যবহার করে কৃষক কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করছে তা সরেজমিনে পরিদর্শন করেন। ফেরোমন ফাঁদ, ইস্টিকি ট্রাপ, আঠালো ফাঁদ, ভার্মি কম্পোষ্ট ও ট্রাইকো কম্পোষ্ট ইত্যাদি দেখে মুগ্ধ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুনা লায়লা। উল্লেখ্য যে, এ সকল বিষয়ে কৃষক পর্যায়ে দক্ষতা উন্নয়নে ২৭ এবং ২৮ জানুয়ারি এই দুইদিন জয়মন্টপ ইউনিয়নে ‘নিরাপদ ফসল উৎপাদনে শস্য ব্যবস্থাপনা ও GAP, ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং ব্যবহার’শীর্ষক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।