View in your browser
header_oct22

খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বৈষম্য অবসানের দাবিতে ঢাকায় জাতীয় জনসম্মিলন অনুষ্ঠিত

1.1.oct22
চলমান জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ মহামারী এবং সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট খাদ্য সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি বৈশ্বিক দারিদ্র্য ও বৈষম্য পরিস্থিতিকে আরো তীব্রতর করেছে। ঝুঁকির মুখে পড়েছে দেশে দেশে প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য প্রদত্ত স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষাসহ নানাবিধ সেবাখাত, যা ২০৩০ সালের মধ্যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এ প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর ২০২২, ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও বৈষম্য অবসানের দাবিতে জাতীয় জনসম্মিলন’ অনুষ্ঠিত হয় যেখানে ওয়েভ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মহসিন আলী সভাপতিত্ব করেন।

নিরাপদ পানি স্যানিটেশন বিষয়ে ১৫ জেলায় স্বাস্থ্য প্রচারাভিযান

2.oct22
গত ১১ আগস্ট ২০২২, ১৫টি জেলায় সংস্থার কমিউনিটি অর্থায়ন কর্মসূচির ১৩৩টি ইউনিটের কর্মএলাকায় একযোগে “সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই নিরাপদ পানি ও স্যানিটেশন” শীর্ষক স্বাস্থ্য প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রচারাভিযানে ১৬০০টি ক্ষুদ্রঋণ সমিতির প্রায় ২৪ হাজার নারী সদস্য অংশগ্রহণ করেন। ৬৪০ জন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার স্ব স্ব কর্মএলকায় স্বাস্থ্য প্রচারাভিযানটি পরিচালনা করেন। প্রচারাভিযানে নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্য বিষয়ক লিফলেট পাঠ ও আলোচনা করা হয়।

তোয়া চোখে আগামীর বাংলাদেশ

3.oct22
তোয়া জন্মগ্রহণ করে স্বাভাবিক শিশুর মতোই। তবে কিছুদিন যেতেই তার শারীরিক গঠনে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। একজন শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ প্রত্যক্ষভাবে তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে। কাজেই শিশুদের অধিকার সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত বয়স্ক নারী, পুরুষসহ শিশুদের সামাজিক উন্নয়নে কাজ করছে। এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের দিনমজুর আব্দুল মান্নান (৩৫) ও গৃহিনী হিরা খাতুনের (২৮) ২য় কন্যা সন্তান তোয়ার (১) সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে ‘সমৃদ্ধি যুব ফোরাম’ বিশেষ উদ্যোগ গ্রহণ করে।

এশিয়া প্যাসিফিক স্যোসাল ফোরাম আয়োজিতপ্রসেস মিটিং খাদ্য অধিকার বাংলাদেশের অংশগ্রহণ

4.oct22
এশিয়া প্যাসিফিক সোশ্যাল ফোরামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ১০-১২ আগস্ট ২০২২ তিন দিনব্যাপী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের প্রতিনিধিদের নিয়ে থাইল্যান্ডে ‘প্রসেস মিটিং’ অনুষ্ঠিত হয়। পারস্পরিক সম্পৃক্ততা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষিতে তাদের বক্তব্য তুলে ধরেন। খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের সমন্বয়কারী কানিজ ফাতেমা উক্ত সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ প্রেক্ষাপটে সার্বিকভাবে খাদ্য ও পুষ্টিতে কোভিড-১৯ এর প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আয়-বৈষম্য, কৃষি প্রভৃতি ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে আখিনুর বেগম

5.oct22
আখিনুর বেগম (৪২) পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার পূর্ব গোলখালী গ্রামে দুই ছেলে ও স্বামীকে নিয়ে বসবাস করেন। স্বামী অন্যের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করেন। করোনা আর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে পরিবারের সদস্যদের নিয়ে অনেক কষ্টে তাদের দিন কাটে। ২০২০ সালে পিকেএসএফ-এর সহযোগিতায় পরিচালিত প্রসপারিটি প্রকল্পের জরিপ কার্যক্রমের সকল ধাপ সম্পন্ন করে আখিনুর বুড়িগঙ্গা প্রসপারিটি গ্রাম কমিটির সদস্য হন। কমিটির সভায় প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পর্যায়ে খামার তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় উদ্বুদ্ধ হয়ে আখিনুর বেগম ব্রয়লার মুরগির খামার করার ইচ্ছা পোষণ করেন।

জলবায়ু কার্যক্রমে যুব নেতৃত্ব

6.3.oct22
সামাজিক বিভিন্ন সংকট মোকাবেলার দীর্ঘ অভিজ্ঞতা থেকে ওয়েভ ফাউন্ডেশন জলবায়ু কার্যক্রমেও বহুমুখী উদ্যোগ গ্রহণে ভূমিকা রেখে আসছে। এ ধারাবাহিকতায় সংস্থা নরওয়ে ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা নরেক (নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন) এর সহায়তায় ‘জলবায়ু কার্যক্রমে যুব নেতৃত্ব’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। খরা প্রবণ এলাকা চুয়াডাঙ্গা, উপকূলীয় দুর্যোগে ক্ষতির শিকার বরিশাল ও লবণাক্ততায় বিপদাপন্ন পটুয়াখালী জেলায় এ কার্যক্রম চলছে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin