এশিয়া প্যাসিফিক সোশ্যাল ফোরামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ১০-১২ আগস্ট ২০২২ তিন দিনব্যাপী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের প্রতিনিধিদের নিয়ে থাইল্যান্ডে ‘প্রসেস মিটিং’ অনুষ্ঠিত হয়। পারস্পরিক সম্পৃক্ততা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষিতে তাদের বক্তব্য তুলে ধরেন। খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের সমন্বয়কারী কানিজ ফাতেমা উক্ত সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ প্রেক্ষাপটে সার্বিকভাবে খাদ্য ও পুষ্টিতে কোভিড-১৯ এর প্রভাব, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, আয়-বৈষম্য, কৃষি প্রভৃতি ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

এছাড়া নেটওয়ার্কের উদ্যোগে আগামী বছর অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক খাদ্য অধিকার ও টেকসই কৃষি কনফারেন্স’ এর কথা উল্লেখ করে এ কনফারেন্সের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকলকে যোগদানের আহ্বান জানান। প্রসেস মিটিং এ আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের ডেবি স্টোথার্ড, ইন্দোনেশিয়ার আহমদ রিফাই, ফিলিপাইনের কোরাজন ফ্যাব্রোস, মালয়েশিয়ার জয় কুমার দেবরাজ, পাকিস্তানের ফারুক তারিক, নেপালের অর্জুন কারকি, ভারতের অবিনাশ চঞ্চল, পশ্চিম এশিয়া থেকে রেন্ড ফিরাস, প্যালেস্টাইন ও বিডিএস-এর অপূর্ব গৌতম, অভিবাসী ফোরাম এশিয়া থেকে উইলিয়াম গোইস, আসিয়ান পিপলস ফোরামের ল্যাড্ডাওয়ান টান্টিভিটেয়াপিটক এবং থাইল্যান্ড থেকে বুস্থান টি. ভেরাওংসে। তিন দিনব্যাপী এ আয়োজনে বক্তারা বলেন, “শক্তিশালী এশিয়া গড়ে তোলার জন্য সোশ্যাল ফোরাম প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ প্রক্রিয়াকে আরও সম্প্রসারিত এবং দৃঢ় করতে সামাজিক আন্দোলনকে সম্পৃক্ত করতে হবে।”

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt