View in your browser
header_aug_2022
aug22_1.4
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে কলঙ্কময়, বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নির্মমভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয় আর নেতৃত্বগুণ এসবের সম্মিলন সহজেই তাঁকে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও তাঁর চেতনাকে শেষ করা যায়নি। প্রতিটি বাঙালির হৃদয়ে তিনি আবাস গড়েছেন। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করে।

আধুনিক পদ্ধতিতে সবজি চাষে স্বাবলম্বী নাছিমা

aug22_2
নাছিমা বেগম (৪০) পটুয়াখালী জেলার গলাচিপা ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামে বসবাস করেন। স্বামী, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে মোট ৫ জনের সংসার। উপার্জনশীল ব্যক্তি একমাত্র নাছিমার স্বামী মনির মল্লিক। স্বামীর উপার্জনে কোন মতে তাদের সংসার চলে। আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলের পড়াশুনা বন্ধ করে দিয়ে ঢাকায় পাঠিয়েছেন। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন আর ছোট মেয়ে ৮ম শ্রেণীতে পড়ে।

চুয়াডাঙ্গায় বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২২ উদযাপন

aug22_3.1
সংস্থা মার্চ ২০২১ থেকে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় `লিড বাংলাদেশ’ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছে। এ ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২২ ওয়েভ প্রশিক্ষণ কেন্দ্র, চুয়াডাঙ্গায় বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Transforming Youth Skill for Future”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহামেদ। মোট ৩৬ জন যুব এতে অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৮ জন নারী এবং ১৮ জন পুরুষ ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল রঙ্গশ্রী ইউনিয়ন

aug22_4
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে রঙ্গশ্রী ইউনিয়ন অন্যতম। ইউনিয়নের পূর্বপাশ ঘেঁষে বয়ে চলেছে তুলাতলি নদী এবং পশ্চিম পাশ দিয়ে বিষখালি নদী। নদীগুলোর সাথে সংযোগ রয়েছে অসংখ্য খাল-বিলের। আর এ কারণেই অতিজোয়ার বা জলোচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগ এ এলাকার মানুষের নিত্যসঙ্গী। সাধারণ জনগণের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুকিঁ হ্রাসের লক্ষ্যে অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় জানুয়ারি ২০২০ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন এসিটি প্রকল্পের মাধ্যমে রঙ্গশ্রী ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সোনালী দিনের আলো: প্রবীণ বান্ধব টি স্টল

aug22_5
ফজলুর রহমান (৭০) দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নিজ গ্রাম গঙ্গাদাসপুরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বয়সের ভার এবং অর্থাভাবে এক সময় তিনি দোকানটা বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ তিনি জানতে পারেন, ওয়েভ ফাউন্ডেশন এই ইউনিয়নের একজন প্রবীণ চায়ের দোকানীকে কিছু আর্থিক অনুদান প্রদান করবে। তবে শর্ত হলো চা-দোকানটি গ্রামের প্রবীণ জনগোষ্ঠীর বসার উপযোগী হতে হবে।

ওয়েভের ঋণের টাকায় সফল উদ্যোক্তা আসমা

aug22_6.1
যশোর জেলার শার্শা উপজেলার কপোতাক্ষ নদীর তীরবর্তী নিজামপুর ইউনিয়নের কন্দপপুর গ্রামের সহজ সরল পরিশ্রমী নারী আসমা খাতুন শিলা (২৬)। স্বামী সন্তান নিয়ে পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। মাত্র ১৬ বছর বয়সে তার বিয়ে হয়। অভাবের সংসারে দুঃখদুর্দশা তার নিত্যসঙ্গী। স্বামীর সাথে পরামর্শ করে কিছু রোজগার করার চিন্তা-ভাবনা করেন আসমা এবং বাড়ির আঙ্গিনায় একটি গোয়াল ঘর তৈরি করে গরু পালনের সিদ্ধান্ত নেন।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin