View in your browser
header_jan2022

কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায়
১১ দফা সুপারিশ উত্থাপন

jan2_collage1
গভার্নেন্স এডভোকেসি ফোরাম-এর উদ্যোগে গত ১৯ ডিসেম্বর ২০২১, ঢাকার কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ-এ ‘টেকসই উন্নয়নে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ‘কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেনশন ২০২১’ অনুষ্ঠিত হয়। প্রায় ছয় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্লাটফর্মসমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় সরকার প্রতিনিধি, নাগরিক সমাজ, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষজ্ঞ, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নারী-পুরুষ-ট্রান্সজেন্ডার-যুব প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিখন কেন্দ্র উদ্বোধন

jan2
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত পিইডিপি-৪ (Primary Education Development Program-4) সাব কম্পোনেন্ট ২.৫ এর ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচি Implementation Support Agency-ISA হিসেবে বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।

স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে রাশিদা বেগম

jan3
রাশিদা বেগম পটুয়াখালী জেলার গোলখালী ইউনিয়নের ‘কৃষ্ণচূড়া প্রসপারিটি গ্রাম কমিটি’র সদস্য। ২০২০ সালে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের জরিপ কার্যক্রমের মাধ্যমে অতিদরিদ্র খানা হিসেবে তার পরিবার নির্বাচিত হয় এবং তাকে কমিটির সদস্য করা হয়। পিকেএসএফ-এর সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের একজন অংশীজন হয়ে ধীরে ধীরে রাশিদা তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।

কৃষি মোর্চা’র বার্ষিক সাধারণ সভা

jan1
সংস্থা কর্তৃক সংগঠিত কৃষকদের সংগঠন কৃষি মোর্চার বার্ষিক সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর ২০২১ চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। মোর্চার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরিফুল ইসলাম। দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬টি কৃষি মোর্চার প্রায় ১৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

সংগ্রামী পারমিতার সাফল্য

jan4
রাজশাহী শহরের ঘোষপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে পারমিতা নন্দী। অভাব-অনটনের কারণে এইচএসসি পর্যন্ত লেখাপড়ার পর মাত্র ১৭ বছর বয়সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঢলসা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার বিয়ে হয়। বিয়ের পর ভালই চলছিল সংসার জীবন। কিন্তু সন্তান জন্মের ২ বছর পর স্বামী হঠাৎ দ্বিতীয় বিয়ে করলে পারমিতার জীবনে নেমে আসে অন্ধকার অমানিশা।

একতা কৃষি হাব শুভ উদ্বোধন

jan5_collage1
রাজশাহী জেলার পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নে অবস্থিত ‘একতা কৃষি হাব’র শুভ উদ্বোধন উপলক্ষে গত ১৪ ডিসেম্বর ২০২১ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় ‘গরু ও ছাগলের বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন অর্জন’ প্রকল্পের আওতায় একতা মহিলা সমবায় সমিতি লি. কর্তৃক এই কৃষি হাব নির্মিত হয়েছে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin