সংস্থা কর্তৃক সংগঠিত কৃষকদের সংগঠন কৃষি মোর্চার বার্ষিক সাধারণ সভা গত ২৬ ডিসেম্বর ২০২১ চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। মোর্চার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরিফুল ইসলাম। দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৬টি কৃষি মোর্চার প্রায় ১৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব হোসেন। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। কৃষি মোর্চার প্রতিনিধিরা সভায় বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয় এবং আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন। এছাড়াও কৃষিকে লাভজনক পেশা হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন মোর্চার সদস্যরা। তারা সরকারি কর্মকর্তাদের কাছে কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। এ সকল দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হল সময়মত সরকারি বীজ পাওয়া, ভেজালমুক্ত সার ও কীটনাশক পাওয়া, কৃত্রিম সংকট তৈরি করে সার ও বীজের দাম বৃদ্ধি বন্ধ করা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং পরামর্শ প্রদান।

প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশে বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন আছে, নেই শুধু কৃষকদের। ওয়েভ এর উদ্যোগে গড়ে ওঠা কৃষি মোর্চা কৃষকদের অধিকার আদায়ে কাজ করছে। যা কৃষিনির্ভর আমাদের দেশের ভাগ্য পরিবর্তনেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করবো।” সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী কিতাব আলী এবং কৃষি  মোর্চার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন প্রোগ্রাম এডভাইজর আব্দুস শুকুর। সভা শেষে কৃষকদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt