যুব নারীদের নেতৃত্ব, ইংরেজি ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন
বিগত দুই দশকে বাংলাদেশের নারীদের দক্ষতার উন্নয়ন আমরা লক্ষ্য করি, বৈচিত্র্যময় নানা পেশায় তাদের সফল বিচরণের মাধ্যমে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অগ্রগতির ধারা সামনের দিকে প্রসারিত করতে নারীদের ইংরেজি ভাষা ও ডিজিটাল দক্ষতাসহ একবিংশ শতাব্দীর উপযোগী অন্যান্য দক্ষতা অর্জনে আমাদের দেশেও বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সে ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশন ২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় “Pathways to Empower Young Women in Bangladesh :English and Digital skill” নামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। এই প্রকল্পের অধীনে বাংলাদেশ হোম ইকোনোমিক্স কলেজ এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার ৬০ জন যুব নারীকে নেতৃত্ব বিকাশ, জেন্ডার সমতা, ইংরেজি ভাষা ও ডিজিটাল দক্ষতার উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা P-Nuts: Proper Nutrition to keep Overy Healthy, P-vex mcl: Prevent of Vex In Mindcology, Wings of Phonex এবং F.ear নামে চারটি সামাজিক উদ্যোগগ্রহণ করে। এ সকল সামাজিক উদ্যোগগুলোর মাধ্যমে তারা জেন্ডার সমতা, সু-স্বাস্থ্যের সচেতনতা, মানসিক স্বাস্থ্য, সামাজিক মাধ্যমে নারীদের সুরক্ষাসহ নানা ধরনের বিষয় নিয়ে কাজ করে। এই সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তাদের সাথে যুক্ত হয় নাগরিক সমাজের সদস্য, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ। Wings of Phonex ও F.ear নামক সামাজিক উদ্যোগ দুটি এখনো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। Wings of Phonex উদ্যোগটিকে সামাজিক এন্টারপ্রাইজে পরিণত করার জন্য যুব নারীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলাবাহুল্য, প্রকল্পে অংশগ্রহণকারীগণ তাদের ইংরেজি বলা ও বোঝার দক্ষতা বৃদ্ধিরকারণে বিভিন্ন সামাজিক সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আমন্ত্রণ পাচ্ছে। বিগত কয়েক মাসে কোভিড মহামারীর কারণে মাঠ পর্যায়ের কাজ স্থগিত থাকলেও অংশগ্রহণকারী যুব নারীরা সামাজিক মাধ্যমে নানা ধরনের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করছে।