ইয়ুথ এসেম্বলির যুবদের উদ্যোগে ‘মিত্রতার বাঁশের সাঁকো’
তারুণ্যের ছোঁয়ায় বদলে যায় সমাজের চিত্র, প্রতিষ্ঠিত হয় মানবতার নতুন দৃষ্টিভঙ্গি। সমাজকে বদলে দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে ‘ইয়ুথ এসেম্বলি’র সদস্যরা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দত্তনগর সড়কের পাশেই রয়েছে একটি খাল। যার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন।
চুয়াডাঙ্গার ইয়ুথ এসেম্বলির যুবরা এলাকাবাসীর এই ভোগান্তির কথা জানতে পারে এবং সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করে। তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর এই দুর্ভোগের কথা তুলে ধরে এবং খালের উপর একটি বাঁশের সাঁকো তৈরি করার প্রস্তাব দেয়। এই মহতী উদ্যোগে সকলে একমত প্রকাশ করে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। যুব সদস্যদের কেউ কেউ আর্থিকভাবেও সহযোগিতা প্রদান করে। এভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইয়ুথ এসেম্বলির সদস্যরা খালের উপর গড়ে তোলে ‘মিত্রতার বাঁশের সাঁকো’। গত ৮ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, মোঃ জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাঁকো উদ্বোধন করেন। তিনি সকলকে ইয়ুথ এসেম্বলির পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং যুব সদস্যদের এ ধরনের কাজ করার জন্য উৎসাহ দেন।