সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন
দেশে বর্তমানে ধর্ষণ ও নারীর প্রতি প্রতিনিয়ত সহিংস ঘটনা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। যার ফলে ঘরে-বাইরে সর্বত্র নারীদের জন্য এক ভয়ংকর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। যা নারীর মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ প্রেক্ষিতে সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ১১ অক্টোবর ঢাকায় ওয়েভ ফাউন্ডেশন ও ইয়ুথ এসেম্বলির যৌথ উদ্যোগে এক ‘প্রতিবাদী মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শুরুর আগে একটি প্রতিবাদী র্যালি ওয়েভ ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় খিলজী রোড থেকে শ্যামলীর প্রধান সড়ক প্রদক্ষিণকরে। প্রতিবাদী মানববন্ধনে ওয়েভ ফাউন্ডেশন-এর পক্ষে বক্তব্য রাখেন উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন; সহকারী পরিচালক কানিজ ফাতেমা; সমন্বয়কারী নজরুল ইসলাম এবং ইয়ুথ এসেম্বলির কনভেনর নাজমা সুলতানা লিলি। প্রতিবাদী মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি সামাজিক বিকাশ সমভাবে না হওয়ায় নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন সেভাবে হয়নি, ফলে প্রতিনিয়ত নারীর প্রতি সহিংস ঘটনা ঘটছে। রয়েছে ক্ষমতা কাঠামোর নানা অনুসঙ্গ ব্যবহার করে অপরাধীদের অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ। যা বিচারহীনতার সংস্কৃতি তৈরির পাশাপাশি অপরাধীদেরকে আরো আগ্রাসী করে তুলছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদন্ড করা হলেও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না হলে ঘরে-বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত হবে না। সম্ভব হবে না সকল নাগরিকের সমঅধিকার প্রতিষ্ঠা এবং মানবিক সংষ্কৃতি গড়ে তোলা।