গভার্নেন্স এডভোকেসি ফোরামের ধারাবাহিক যাত্রা
ওয়েভ ফাউন্ডেশন ১৯৯৭ সাল থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণে কার্যক্রম বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০০৪ সালে ‘গভার্নেন্স কোয়ালিশন’ গঠন করে সচেতনতা বৃদ্ধি, প্রচারাভিযান, লবিং ও এডভোকেসি কার্যক্রম পরিচালনার মাধ্যমে দায়বদ্ধ শাসন ব্যবস্থা এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ত্বরান্বিতকরণে কাজ শুরু করে।
২০০৬ সালে দেশব্যাপী ‘শক্তিশালী স্থানীয় সরকার’ প্রচারাভিযানের প্রেক্ষিতে ২০০৭ সালে একটি জাতীয় সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। এ সময়ই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান গতিশীল ও শক্তিশালীকরণ কমিটি’ গঠন করে। এ প্রেক্ষাপটে ওয়েভ ফাউন্ডেশন ও গভার্নেন্স কোয়ালিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে ২৬টি নাগরিক সমাজের সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসে। ২০০৭ সালের জুলাই মাসে “সুশাসনের জন্য শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে” স্লোগানকে উপজীব্য করে অনুষ্ঠিত হয় ‘শক্তিশালী স্থানীয় সরকার জাতীয় কনভেনশন’। কনভেনশনে উত্থাপিত ৪০ দফা সুপারিশমালার বেশিরভাগই কমিটির প্রতিবেদন এবং পরবর্তীতে প্রণীত আইনসমূহে অন্তর্ভুক্তহয়। স্থানীয় সরকার সংস্কার বিষয়ে সম্মিলিত এ এডভোকেসি উদ্যোগের ধারাবাহিকতায় ২০০৮ সালে এ প্লাটফর্মটি ‘গভার্নেন্স এডভোকেসি ফোরাম’ নামে যাত্রা শুরু করে। ২০১০ সালে এ ফোরাম ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন’ আয়োজনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়নের দাবি তুলে ধরে এবং ২০১২ সালে একটি ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি’ প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর হস্তান্তর করা হয়। সেই থেকে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী স্থানীয় সরকার’ ইস্যুতে ফোরামের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এ ফোরামে উল্লেখযোগ্য সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, নেটওয়ার্ক, স্থানীয় সরকার প্ল্যাটফর্ম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত রয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ ফোরামের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েভ ফাউন্ডেশন এ ফোরামের সমন্বয়ক । বর্তমানে গভার্নেন্স এডভোকেসি ফোরাম ওগভার্নেন্স কোয়ালিশন-দুই নেটওয়ার্কের সুনির্দিষ্ট ইস্যুসমূহ বাছাই করে; লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নতুনভাবে বিন্যাসের মাধ্যমে একটি সংযুক্তি (Merger) কার্যকর এবং নতুন আঙ্গিকে ‘গভার্নেন্স এডভোকেসি ফোরাম’ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে চলছে।