অতিদরিদ্র চিহ্নিতকরণে প্রশিক্ষণ ও জরিপ কার্যক্রম শুরু

 In Blog

ওয়েভ ফাউন্ডেশন ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ডিএফআইডি’ এবং ‘ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’-এর যৌথ অর্থায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।অতিদরিদ্রদের টেকসই জীবনমান উন্নয়নে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাগুরা জেলার মহম্মদপুরউপজেলা ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সংস্থা কাজ করছে। প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রকল্প কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদেরগত ১৩-১৫ আগস্ট গলাচিপায় এবং ১৯-২১ আগস্ট মহম্মদপুরে `Extremely Poor Household Selection and Verification Process’ শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮জন কর্মকর্তা এবং তথ্যসংগ্রহকারী ২টি ব্যাচে এ প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতিমধ্যে প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে, যা চার মাস ধরে চলমান থাকবে।

Recommended Posts

Leave a Comment

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt

This will close in 10 seconds