অতিদরিদ্র চিহ্নিতকরণে প্রশিক্ষণ ও জরিপ কার্যক্রম শুরু

 In Blog

ওয়েভ ফাউন্ডেশন ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ডিএফআইডি’ এবং ‘ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’-এর যৌথ অর্থায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-পিপিইপিপি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।অতিদরিদ্রদের টেকসই জীবনমান উন্নয়নে পিকেএসএফ-এর সহযোগী সংস্থা হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাগুরা জেলার মহম্মদপুরউপজেলা ও পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় সংস্থা কাজ করছে। প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে প্রকল্প কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদেরগত ১৩-১৫ আগস্ট গলাচিপায় এবং ১৯-২১ আগস্ট মহম্মদপুরে `Extremely Poor Household Selection and Verification Process’ শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮জন কর্মকর্তা এবং তথ্যসংগ্রহকারী ২টি ব্যাচে এ প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতিমধ্যে প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে, যা চার মাস ধরে চলমান থাকবে।

Recommended Posts

Leave a Comment

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt