সংস্থা স্ট্রীট চাইল্ড ইউকে-এর সহায়তায় ‘শিশুদের শিক্ষার মূল্যায়ন‘ বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি জাতীয়ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা‘ নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি’ অর্জনে কাজ করছে। প্রকল্প কাজের অংশ হিসেবে রাজশাহীতে পরীক্ষামূলকভাবে সিটিজেন লেড এসেসমেন্ট শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে গত ৫ এপ্রিল ২০২২ পবা উপজেলার কলারটিকর গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত স্থানীয় স্বেচ্ছাসেবীগণ দিনব্যাপী এসেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেন। কলারটিকর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সামাজিক নেতা এবং দশ পরিবারের মোট নয়জন নারী ও একজন পুরুষ সিটিজেন লেড এসেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসী, দোকানিসহ অনেকেই উৎসাহ নিয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচিত ভলান্টিয়ারগণ বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, শিশু শিক্ষার স্তর নির্ধারণ এবং শিশু কোন পরিবেশে বেড়ে উঠছে এ সকল তথ্য প্রশ্নপত্রের মাধ্যমে সংগ্রহ করেন। আগামী মাসে রাজশাহী জেলাধীন এক হাজার পরিবারে সিটিজেন লেড এসেসমেন্ট করা হবে।