২০০৮ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজনন খামার স্থাপন এবং সদস্য পর্যায়ে মাঁচা পদ্ধতিতে ছাগল পালন প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রজনন খামারে জাতের কৌলিকমান অক্ষুন্ন রেখে উৎপাদিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দেশের বিভিন্ন জেলার খামারীদের মাঝে সরবরাহ হরা হচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যের খুবই জনপ্রিয় প্রাণি দুম্বা (Fat Tailed Sheep) ইদানিং বাংলাদেশেও সীমিত পরিসরে পালন শুরু হয়েছে। তবে এই দুম্বা পালনের বড় সমস্যা হলো পিউর দুম্বার বাচ্চা প্রাপ্যতা। দুম্বার বাচ্চা প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে আয়োশি ও পারশিয়ান জাতের ৬টি দুম্বা নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় দুম্বা প্রজনন খামারের কার্যক্রম শুরু করে। জেলার আবহাওয়া দুম্বা পালনের জন্য বেশ উপযোগী এবং বর্তমানে খামারটিতে ১৮টি দুম্বা রয়েছে। বর্তমানে প্রজনন খামের উৎপাদিত দুম্বা খামারী পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। বিটিভি’র জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ এ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রজনন খামার ও মাঁচা পদ্ধতিতে পালন প্রযুক্তি এবং দুম্বার প্রজনন খামার ও দুম্বা পালন সম্প্রসারণ সম্ভাবনা নিয়ে এই বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়।