গত ১১-১৫ র্মাচ ২০২৪ থাইল্যান্ডের ব্যাংককে অক্সফ্যাম আয়োজিত ‘Young Feminist Leaders of Asia Program’ এর একটি অংশ হিসেবে জেন্ডার লিডারশিপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার, কেনিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশ হতে নির্বাচিত ২৬ জন এতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ হতে ওয়েভ ফাউন্ডেশনের এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার উম্মে ফারিহা নানজীবা নির্বাচিত অংশগ্রহণকারী হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করনে।
‘Young Feminist Leaders of Asia Program’ এর মূল লক্ষ্য নারীবাদী নেতৃত্বের বিকাশ এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। অক্সফ্যামের জেন্ডার জাস্টিস লিড মোনা মেহতা’র নেতৃত্বে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে জেন্ডার ফ্রেমওর্য়াক, জেন্ডার এনালাইসিস, কমিউনিকেশন, এক্টিভিজম ও লিডারশিপের ধরণ সহ জেন্ডার সমতা বিষয়ক বিভিন্ন সেশন আয়োজিত হয়। প্রশিক্ষণের প্রথম দিন অক্সফ্যাম দিল্লির কান্ট্রি ডিরেক্টর আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাশমি সিং, গিতা অধিকারী, মোনা মেহতা, ডিউ, এবং প্রন্তিপ চুলাপা। প্রশিক্ষণের চতুর্থ দিনে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উম্মে ফারিহা নানজীবা বাংলাদেশে কৃষি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতা অর্জনের বিষয়ে ভবিষ্যত কাজের পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি প্রশিক্ষণে গৃহীত পরিকল্পনা প্রযোজ্য ক্ষেত্রে মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য যে, অক্সফ্যাম তার ও সহযোগী সংস্থাসমূহের মনোনীত প্রার্থীদের মধ্যে একটি বৈশ্বিক প্রতিযোগিতার মাধ্যমে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিয়ে কাজের ভিত্তিতে Young Feminist Leader of Asia নির্বাচন করে, যারা এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পান।
জেন্ডার লিডারশিপ প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করতে পেরে ওয়েভ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানজীবা বলেন, “এ প্রশিক্ষণ ফেমিনিজম ও এক্টিভিজম সম্পর্কে আমার ধারণাকে অনেক প্রসারিত করেছে। ২০১৯ সাল থেকে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করলেও এমন একটি সুযোগ পাবো তা কখনো ভাবিনি। আমাকে এমন একটি সুযোগ দেয়ার জন্য ওয়েভ ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞ। সংস্থার কাজের ধারার সাথে প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই।”