ওয়েভ ফাউন্ডেশন ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে জুলাই ২০২৪ এ মুন্সিগঞ্জ জেলায় পাঁচটি নতুন ইউনিটের উদ্বোধন করে। মুন্সিগঞ্জ সদর, রেকবি বাজার, দিঘীর পাড়, বালিগঞ্জ এবং হাসনাবাদে এই ইউনিটগুলো উদ্বোধনের মাধ্যমে সংস্থা প্রথমবারের মতো মুন্সিগঞ্জ জেলায় তাদের ঋণ কর্মসূচি চালু করে। এতে করে বর্তমানে সংস্থার মোট ইউনিট সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪টি। নতুন এই ইউনিটগুলোর উদ্বোধন সংস্থার ঢাকা রিজিওনাল কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে বলা আশা করা হচ্ছে।
পৃথক পৃথক দিনে ইউনিটগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক মো. মুকিতুল ইসলাম। তিনি বলেন, “মুন্সিগঞ্জে আমাদের ক্ষুদ্রঋণ কার্যক্রমের যাত্রা শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই এলাকার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা স্থানীয় জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।” এসময় সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান মান্নানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ধারাবাহিকতায় ২৪ আগস্ট ২০২৪ মুন্সিগঞ্জের নতুন পাঁচটি ইউনিট এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ভিন্ন দুইটি ইউনিট যথাক্রমে কলাতিয়া ও কোনাখালার কর্মী-কর্মকর্তাদের নিয়ে মুন্সিগঞ্জ সদর ইউনিটে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী সূচনা। ক্ষুদ্রঋণ কর্মসূচির টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মুন্সিগঞ্জে রেমিটেন্স প্রবাহ, কুটির শিল্প এবং মাঝারি উদ্যোক্তাদের কেন্দ্র করে আমাদের মাইক্রোএন্টারপ্রাইজ পোর্টফোলিও সম্প্রসারণের প্রচুর সম্ভাবনা রয়েছে। নতুন সদস্যদের সঠিক যাচাই ও মূল্যায়নের মাধ্যমে নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে হবে।” তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন সম্মিলিতভাবে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন এবং একটি কর্মপরিকল্পনার মাধ্যমে ইউনিটগুলোকে সফলতার পথে এগিয়ে নিয়ে যান।
উল্লেখ্য, নাগরিক সমাজের সংগঠন ওয়েভ ফাউন্ডেশন ১৯৯০ সাল হতে তাদের ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বর্তমানে ৩৪টি জেলায় সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি চলমান রয়েছে।