গত ২০ এপ্রিল ২০২২ নরেক (Norwegian Agency for Exchange Cooperation-Norec) এর উদ্যোগে ‘South-South And Triangular Cooperation’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। যেখানে সংস্থার সহকারী পরিচালক নাজমা সুলতানা লিলি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত ৫ বছরে Norec Exchange Program এর অধীন বাস্তবায়িত কার্যক্রম, অভিজ্ঞতা এবং অর্জন সম্পর্কে তুলে ধরেন। ভিডিও প্রেজেন্টেশনে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ধান ফাউন্ডেশনের প্রোগ্রাম লিডার এম. কল্যাণসুন্দরমসহ প্রকল্প সংশ্লিষ্টগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন নরেকের মহাপরিচালক জান ওলাভ বারোয়াই।

অনুষ্ঠানের রেকর্ড ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:

Webinar on South-South and Triangular Cooperation

এছাড়া নরেক অ্যাডভাইজার এমিলি সেনেসেট, ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষক বেনজামিন লাফ, জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান UNOSSC-এর পক্ষ থেকে জানফের ইসমালেবেসহ অন্যান্য অংশীজনেরা বক্তব্য প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নরেকের সিনিয়র এ্যাডভাইজার হেলজ এস্পে। বিভিন্ন দেশ থেকে নরেকের সহযোগী এবং অংশীজনরা অনলাইন এবং অফলাইন মাধ্যমে এতে অংশগ্রহণ করেন। এই আয়োজনে ‘সাউথ-সাউথ কো-অপারেশন’র অধীনে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও শিক্ষণীয় বিষয়সমূহ এবং নরেকের এক্সচেঞ্জ কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়। ২০১৭ সাল থেকে ওয়েভ ফাউন্ডেশন সমন্বয়কারী সংগঠন হিসেবে ভারতের তামিলনাড়ুরাজ্যের ধান ফাউন্ডেশনের সাথে যৌথভাবে Exchange Program বাস্তবায়ন করছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt