গত ৭ এপ্রিল, ২০২২ Rural Microenterprise Transformation Project (RMTP)-এর আওতায় ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন‘ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে প্রাণিসম্পদ সেক্টরে বিদ্যমান পলিসির প্রয়োগ ও উন্নয়ন বিষয়ে মাল্টিস্টেকহোল্ডারদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এবং ইফাদ ও ড্যানিডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা ভ্যালু চেইন কমিটির সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন। এছাড়া রেনেটার জেলা প্রতিনিধি, নারিশের জেলা প্রতিনিধি, ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মসূচির প্রতিনিধি, লিড খামারীদের প্রতিনিধি, জেলা সেনিটারি কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সকলের অবগতির জন্য সংস্থা এবং প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা উত্থাপন করা হয়। পরবর্তীতে প্রাণিদের জন্য ব্যবহৃত ভেজাল খাদ্য ও ঔষধ, লাইসেন্স ছাড়া ভ্যাটেরেনারি ঔষধ ও রেডিফিড বিক্রয় নিয়ে বিদ্যমান পলিসির প্রয়োগ এবং প্রয়োজনে উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
সভাপতি এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য ওয়েভ ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রাণিসম্পদ সেক্টরে মাঠ পর্যায়ে বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় ভ‚মিকা ও উদ্যোগ নেয়া প্রয়োজন। আমাদের দিক থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিচ্ছি।“