সংস্থা স্ট্রীট চাইল্ড ইউকে-এর সহায়তায় ‘শিশুদের শিক্ষার মূল্যায়ন‘ বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি জাতীয়ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা‘  নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি’ অর্জনে কাজ করছে। প্রকল্প কাজের অংশ হিসেবে রাজশাহীতে পরীক্ষামূলকভাবে সিটিজেন লেড এসেসমেন্ট শুরু হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে গত ৫ এপ্রিল ২০২২ পবা উপজেলার কলারটিকর গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত স্থানীয় স্বেচ্ছাসেবীগণ দিনব্যাপী এসেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেন। কলারটিকর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সামাজিক নেতা এবং দশ পরিবারের মোট নয়জন নারী ও একজন পুরুষ সিটিজেন লেড এসেসমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসী, দোকানিসহ অনেকেই উৎসাহ নিয়ে এ কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচিত ভলান্টিয়ারগণ বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, শিশু শিক্ষার স্তর নির্ধারণ এবং শিশু কোন পরিবেশে বেড়ে উঠছে এ সকল তথ্য প্রশ্নপত্রের মাধ্যমে সংগ্রহ করেন। আগামী মাসে রাজশাহী জেলাধীন এক হাজার পরিবারে সিটিজেন লেড এসেসমেন্ট করা হবে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt