বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পটুয়াখালী ও বরগুনায় জলবায়ু সুশাসন এবং নীতিমালা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে নতুন গতিশীলতা তৈরি হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন-এর ‘বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি)’ প্রকল্পের আওতায় সম্প্রতি সাংবাদিক, নাগরিক সমাজ, যুব সমাজ ও কমিউনিটির অংশগ্রহণে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের দক্ষতা বাড়াতে দুই জেলার ৪টি উপজেলায় আয়োজিত দিনব্যাপী কর্মশালায় ১২০ জন সাংবাদিক জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা ও অর্থায়ন কাঠামো বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করেন। এতে স্থানীয় সাংবাদিকদের মাঝে জলবায়ু সুশাসন, সামাজিক দায়বদ্ধতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। এতে তারা ভবিষ্যতে তথ্য-অনুসন্ধানভিত্তিক জবাবদিহিমূলক সাংবাদিকতায় আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, প্রকল্পের কর্মএলাকায় ৩২টি ইউনিয়নে ৪৮টি সচেতনতামূলক সভার মাধ্যমে ১,৬৭৩ জন কমিউনিটি সদস্য, যুব, নারী এবং সিএসও প্রতিনিধিকে জলবায়ু পরিবর্তন, সুশাসন ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ জলবায়ু ন্যায্যতার দাবি ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে সরাসরি আলোচনা করেছেন এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অ্যাডভোকেসি উদ্যোগে অংশ নেওয়ার অঙ্গীকার করেছেন।
এছাড়া স্থানীয় পর্যায়ে গঠিত ৩৮টি নাগরিক ফোরামের সদস্যদের নিয়ে দিনব্যাপী ৩৮টি ওরিয়েন্টেশন সভা আয়োজন করা হয়। এতে ৯১৭ জন সদস্য জলবায়ু সুশাসন, নীতিমালা বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং জলবায়ু অর্থায়নের সঠিক মনিটরিং বিষয়ক ধারণা লাভ করেন। তারা স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক জলবায়ু সুশাসন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণে আগ্রহী হন।
এসসিজিজিপি প্রকল্পের মাধ্যমে পটুয়াখালী ও বরগুনায় গড়ে ওঠা এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে জলবায়ু সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকরণে একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।